উদ্ভাসন পর্ব ০১


ধরি, একটি কারখানার সাইজ দৈর্ঘ্য ৫০ মি. প্রস্ত ৪০ মি. এবং উচ্চতা ১০ মি. এর প্রতি বর্গমিটারে ২০০ লুমেন উদ্ভাসন হিসেবে টিউবলাইট ব্যবহার করতে হবে।
আমরা জানি, ৪ ফুট টিউবলাইট এর ২০০০ লুমেন/ প্রতি ওয়াট এ ৫০ লুমেন দিতে পারে। চলুন দেখি কতটা লাইট লাগতে পারে।


সমাধানঃ ক্ষেত্রফল A= দৈর্ঘ্য★প্রস্ত
= ৫০★৪০ বর্গ মি.
=২০০০ বর্গ মি.
আমাদের প্রতি বর্গ মি. এ ২০০ লুমেন এর প্রয়োজন। তাহলে ২০০০ বর্গ মি. এ প্রয়োজনীয় লুমেন।
লুমেন(E) = A★E
= ২০০০★২০০
টোটাল = ৪০০০০০ লুমেন
কাঙ্খিত মোট লুমেন =A★E/UF★DF
=৪০০০০০/(০.৬★০.৭৫)
= ৮৮৮৮৮৮.৯ লুমেন।
(uf ও df সম্পর্কে পরে বলছি)
ওয়াট সংখ্যা=(মোট লুমেন)/(টিউব লাইটে প্রতি ওয়াট এ লুমেন সংখ্যা)
=৮৮৮৮৮৮/৫০
=১৭৭৭৭.৭৮ ওয়াট।
টিউব লাইট সংখ্যা= (মোট ওয়াট)/(১ টি টিউব লাইটের ওয়াট)
=১৭৭৭৭.৭৮/৪০
=৪৪৪.৪৪ তার মানে আমরা উক্ত যায়গাতে ৪৪৪ টি লাইট ব্যাবহার করতে পারি।
*** ইউটিলাইজেশন ফ্যাক্টর বা UF***
UF= (তলে পতিত মোট লুমেন)/ (আলোক উৎস হতে নির্গত মোট লুমেন) অনুপাতকে বুজায়, এর মান সাধারণত .২৫-.৬০ হয়ে থাকে।
***অবচয় ফ্যাক্টর বা DF***
DF= (বাতির প্রাথমিক অবস্থায় প্রাপ্ত লুমেন)/(বাতি হতে চূড়ান্তভাবে প্রাপ্ত লুমেন) এর অনুপাতকে বুজায়,
এর মান .৬-.৮ হয়ে থাকে।
আশা করি বুজতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।।

Robel Rana

No comments

Powered by Blogger.