ক্যাবলের RM নিয়ে কিছু কথা


অনেকেই জিজ্ঞাসা করে থাকেন, ক্যাবলের RM কে SQmm এ কনভার্ট করবো কিভাবে? তাদের জন্য আজকের এই পোস্ট।
Re, RM, Se, SM দ্বারা ক্যাবলের ধরন বা টাইপ বুঝানো হয়। যেমন,
১) Re মানে Round Single Wire বা গোলাকার এক তার। ECC বা Earth Continuity Conductor হিসেবে ব্যবহার করা হয়।
২) RM মানে Round Multi Wire বা গোলাকার বিশিষ্ট একাধিক খেইয়ের বা কোরের তার। Phase এবং নিউট্রাল কন্ডাক্টর হিসেবে ব্যবহার করা হয়।
৩) Se মানে Sectorial Single Wire বা চ্যাপ্টা এক তার। টেলিফোন লাইনে ব্যবহার করা হয়।
৪) SM মানে Sectorial Multi Wire বা একাধিক খেইয়ের বা কোরের চ্যাপ্টা তার।
এগুলো দ্বারা কখনোই তারের সাইজ নির্দেশ করা হয় না। আশা করি, আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন।
উদাহরণ: ১) কোনো একটি তারের গাঁয়ে লেখা আছে, 4x25 RM, NYY, 600/1000V।
4 দ্বারা বুঝায় তারের সংখ্যা। তিনটি ফেজ, একটি নিউট্রাল। 25 দ্বারা বুঝায় ক্যাবলের সাইজ 25 SQmm । RM দিয়ে বুঝায় ক্যাবলটি গোলাকার। NYY দিয়ে বুঝায়, পিভিসি ইন্সুলেশন (ক্যাবলের ইন্সুলেশন নিয়ে বিস্তারিত লিখবো অন্য কোন দিন) একইভাবে, কোন কোন ক্যাবলের গাঁয়ে লেখা থাকে, 4C x 25SQmm।
২) Re 2.5 SQmm দিয়ে বুঝায়, ক্যাবলটি গোলাকার এবং এর সাইজ 2.5SQmm। এই ধরণের ক্যাবল সুইচবোর্ড এবং থ্রিপিন সকেটের আর্থিং কন্ডাক্টর হিসেবে ব্যবহার করা হয়।
So, ক্যাবলের ধরণ বা টাইপ (RM) কে কনভার্ট করা যায় না। এর সাথে SQmm (ক্যাবলের সাইজ) কে মিলানো যায় না। দুইটা সম্পূর্ণ ভিন্ন।
Note: SQmm= Square mili miter বা বর্গমিলি মিটার।

No comments

Powered by Blogger.