পিক টু পিক ভোল্টেজ ৬২২ ভোল্ট কিভাবে ?
আমরা কি জানি? আমরা বাসাবাড়িতে যে এসি ২২০ ভোল্ট ব্যবহার করি, তার পিক টু পিক ভোল্টেজ ৬২২ ভোল্ট। কিভাবে???
তার আগে পিক টু পিক ভোল্টেজ সম্পর্কে জানব। একটা কমপ্লিট এসি সিগন্যালের হাফ পার্ট হয় পজেটিভ অথবা নেগেটিভ অংশকে পিক বলে। আর পজেটিভ ভাগ আর নেগেটিভ ভাগ দুটোকে একত্রে বলা হয় পিক টু পিক।
অর্থাৎ, পিক ভোল্টেজ যদি হয় Vm, তাহলে পিক টু পিক ভোল্টেজ হবে 2Vm.
এখন, অনেকে মনে মনে ভাবতেছেন, তাইলে ত
২২০*২ = ৪৪০ ভোল্ট হবার কথা। ভাবাটাই স্বাভাবিক।
অর্থাৎ, পিক ভোল্টেজ যদি হয় Vm, তাহলে পিক টু পিক ভোল্টেজ হবে 2Vm.
এখন, অনেকে মনে মনে ভাবতেছেন, তাইলে ত
২২০*২ = ৪৪০ ভোল্ট হবার কথা। ভাবাটাই স্বাভাবিক।
পিক টু পিক বের করতে হলে আমাদের আগে Vm বের করতে হবে। এখন, আমরা যে এসি ভোল্টেজ ব্যবহার করি সেটা Vm নয় Vrms. তাই, এখান থেকে Vrms বের করে নিতে হবে আগে।
আমরা জানি,
Vm = 1.4142 * Vrms
or, Vm = 311 volt
আমরা জানি,
Vm = 1.4142 * Vrms
or, Vm = 311 volt
peak to peak = 2 * 311 = 622 volt
উত্তর দিন