ভাইভা বোর্ডে অবশ্য পালনীয় গুরুত্বপূর্ণ কিছু বিষয়

Viva 1: একটি সফল ইন্টারভিউ হলো একজন চাকরি প্রার্থীর জীবনের সফলতার জন্য অপরিহার্য একটি অধ্যায়। তাই ভাইভা চলাকালীন সময় প্রার্থীকে অবশ্যই কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হয়, যাতে ভাইভাটা সবদিক থেকে সাফল্য মন্ডিত হয়।
নিজেকে যথা সম্ভব সংযত রেখে ধীরস্থির ভাবে প্রশ্নকর্তার উত্থাপিত সমস্যার সমাধান দিতে হবে। নিজেকে প্রকাশ করতে হবে সাবলীলভাবে। ভাইভা বোর্ডে প্রবেশ, বসা, বেরোনো ও উত্তর দেয়ার সময় প্রার্থীর আচরন ও কথোপকথন দ্বারা নির্ধারিত হয় প্রার্থীর সফলতা বা ব্যর্থতা। নাটক বা যাত্রার শিল্পীরা মাসের পর মাস ধরে নাটক যাত্রার অনুশীলন করে শুধুমাত্র একদিন নাটক বা যাত্রাটি দর্শকদের সামনে উপস্থাপনের জন্য। একজন চাকরি প্রার্থী হিসেবে নিয়োগকর্তার সামনে নিজেকে উপস্থাপনের জন্য আপনার প্রস্তুতি কতটা নিখুঁত বা কতটা পূর্ব প্রস্তুতিমূলক? এখানে ভাইভা বোর্ডে ১৫ টি কঠিন প্রশ্ন এবং তার উত্তর আপলোড করলাম।

ভাইভা বোর্ডে অবশ্য পালনীয় গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরা হলো যা একজন চাকরি প্রার্থীর সফলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
অনুমতি নিয়ে কক্ষে প্রবেশ করে সালাম জানাতে হবে। পরীক্ষকগন বসতে বললে বসতে হবে এবং বসতে না বললে একটু অপেক্ষা করে অনুমতি নিয়ে বসতে হবে। অনুমতি ব্যতিত বসা যাবে না। বসার সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাতে হবে। সোজা হয়ে বসুন, পায়ের উপর পা তুলে অথবা পা দুটো আড়াআড়ি করে বসা যাবে না। হাত দুটো টেবিলের উপরে রাখা যাবে না। ভাইভা যারা নিবেন তাদের দিকে সোজাসুজি তাকান, মাটির দিকে বা ঘরের কোণ বা ছাদের দিকে তাকাবেন না।
নিজেকে স্পষ্টভাবে প্রকাশ করুন। আত্নবিশ্বাসের সাথে পরিস্থিতি মোকাবেলা করুন।
একজন প্রশ্নকর্তার প্রশ্নের উত্তর দেয়ার সময় অন্যদের দিকে তাকাতেও ভূলবেন না। অতি সুকৌশলে নিজের বুদ্ধিমত্তা এবং উত্তম গুনাবলী ও জ্ঞানের পরিধি সম্পর্কে পরীক্ষকগনকে ধারনা প্রদানের চেষ্টা করুন।
মনোযোগ দিয়ে প্রথমে প্রশ্নটি শুনুন ও বোঝার চেষ্টা করুন। প্রথমবারে যদি প্রশ্নটি বুঝতে না পারেন তবে অত্যন্ত বিনয়ের সাথে আর একবার প্রশ্নটি করতে বলুন।
উত্তর দেয়ার সময় প্রত্যেকটি শব্দ স্পষ্ট করে এমনভাবে উচ্চারন করুন যেন সবাই শুনতে পায় এবং খেয়াল রাখুন উত্তরের সাথে যেন আপনার আত্মবিশ্বাস প্রতিফলিত হয়। সময় নষ্ট না করে উত্তর দিন। জানা না থাকলে কালক্ষেপন না করে দ্রুত বলুন, দুঃখিত আমার জানা নেই। অগোছালো ভাবে এদিক সেদিক না ঘুরিয়ে যথাযথ উত্তর দিতে হবে। যুক্তির সাথে বক্তব্যকে সুপ্রতিষ্ঠিত করতে হবে।
আচরনে কোন প্রকার জড়তা রাখা যাবে
না। গোমরা মুখে থাকবেন না। নিজেকে হাসি হাসি মুখ করে রাখুন। ভাইভা যারা নিচ্ছেন তাদের সঙ্গে ভুলেও (যদি ঐ প্রতিষ্ঠানে চাকরি করার ইচ্ছা থাকে) তর্কে জড়িয়ে পড়বেন না। নিয়োগকর্তার বিরুদ্ধ মত জানানোর আগে বিনয়ের সাথে বলবেন- মাফ করবেন বা কিছু মনে করবেন না বলে নিন। কর্কশভাবে প্রশ্নের উত্তর দেয়া বাঞ্চনীয় নয়। উঁচু গলায় প্রশ্ন এলেও উচু গলায় উত্তর দেয়া যাবে না। স্বাভাবিক স্বরে উত্তর দিন।
মুদ্রাদোষ গুলো সম্পর্কে অত্যন্ত সচেতন থাকুন। গোঁফে হাত বুলানো, চুল ঠিক করা, নাক চুলকানো, টাই ঠিক করা, গলা দিয়ে শব্দ করা বা জামা কাপড় ঠিক করবেন না। নিজে নিজে হ্যান্ডশেক করার জন্য আগে হাত বাড়াবেন না। নিয়োগকর্তাগন যদি করমর্দনের জন্য হাত বাড়ান তাহলে মোলায়েম ভাবে করর্মদন করুন।
আবেগ তাড়িত হয়ে কোন প্রশ্নের উত্তর দেয়া যাবে না। উত্তর দেয়ার সময় খেয়াল রাখতে হবে যেন কোন ব্যক্তি, সমষ্টি, জাতি, ধর্ম বা রাষ্ট্র সম্পর্কে কোন প্রকার অবমাননাকর বা অপ্রীতিকর কথা বেয়িয়ে না যায়।
যে কোন বিষয়ে কোন অজুহাত না দেখিয়ে এবং কোন তথ্য সম্পর্কে ছলনার আশ্র্রয় না নিয়ে সততার পরিচয় দিন।
১০নিজেকে উপস্থাপন করুন আকর্ষণীয়ভাবে। যেমনটি কোন পণ্যের দক্ষ বিক্রেতা করে থাকেন। যেমনঃ
- নিয়োগকর্তা কি কি গুণ আপনার মধ্যে খুঁজে পাবেন।
- গুন ও মূল্যগত দিক দিয়ে প্রার্থী হিসেবে আপনি কেন অন্যদের থেকে আলাদা এবং আপনাকে নিলে নিয়োগকর্তা কিভাবে লাভবান হবেন।
- প্রতিষ্ঠানের উন্নতির জন্য আপনি কতটা অপরিহার্য হয়ে উঠতে পারেন।
- আপনার উল্লেখ করার মতো কোন সাফল্যের বিষয় থাকলে বিনয়ের সাথে বলুন।
পরিশেষে বিদায় নেবার সময় সবাইকে ধন্যবাদ দেয়ার পর, সালাম দিয়ে বিদায় নিন
আশা করি আপানাদের কাজে লাগবে।


Viva2: ১। আপনার নিজের সম্পর্কে ৫ মিনিট বলুন।
২। ইংরেজিতে আপনার নিজের সম্পর্কে বলুন।
৩। আপনার নিজের সম্পর্কে কিছু সমালোচনা করুন।
৪। আপনার নিজ জেলার নাম কি? নিজের জেলা সম্পর্কে ১মিনিট বলুন।
৫। আপনার জেলার বিখ্যাত কয়েকজন লোকের নাম বলুন। তারা কেন বিখ্যাত?
৬। বঙ্গবন্ধু সম্পর্কে যা জানেন বলেন।
৭। আপনার পরিবার সম্পর্কে বলুন।
৮। বলুন আমরা আপনাকে কেন এই চাকরিটা দিব?
৯। আপনি বিয়ে করেছেন কিনা? কেন করেননি/কেন করেছেন?
১০। বিবাহ সম্পর্কে আপনার চিন্তাভাবনা কি?
১১। আপনার আরো পড়াশুনা করার কোন ইচ্ছা আছে কি না?
১২। কেন আর পড়াশুনার ইচ্ছা নেই?
১৩। এর আগে কোথায় জব করেছেন সেখানে কি ধরনের কাজ করতেন?
১৪। আপনি বর্তমানে যেখানে কাজ করছেন সেখানকার কাজের পরিবেশ ও আপনার অভিজ্ঞতা সম্পর্কে কিছু বলুন। সেখান থেকে চলে যেতে চাচ্ছেন কেন?
১৫। আপনার সিভি দেখে মনে হচ্ছে আপনি এর আগে অনেকগুলি জব করে ছেড়ে দিয়েছেন! কি ব্যাপার বলুনতো? জবের মাঝখানে গ্যাপ কেন?
১৬। আপনার যোগ্যতা অনুযায়ী কত Salary আশা করেন?
১৭। —- এর থেকে কম Salary দেয়া হলে এখানে যোগদান করবেন?
১৮। আপনি কোন ইউনিভার্সিটি/কলেজ থেকে পাশ করেছেন? সাবজেক্ট কি ছিল? থিসিস কি ছিল?
১৯। আপনার কোন পাবলিকেশন আছে? কেন কোন পাবলিকেশনে অংশ নেননি?
২০। কম্পিউটারে আপনি দক্ষ কেমন? কি কি পারেন?
২১। আজ বাংলা কত তারিখ?
২২। এখানে যখন যেখানে প্রয়োজন সেখানে কাজ করতে হবে আপনি কি তাতে রাজি?
২৩। এই টা কার? এটা টেবিলের উপরে রেখেছেন কেন?
২৪। এক্সেলের একটি ওয়ার্কশীট তৈরি করে তার এভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম ভ্যালু বের করে দেখান। একটি নতুন সারি/কলাম ঢুকাতে কি করবেন?
২৫। বাংলা টাইপ পারেন? ইংরেজি ও বাংলায় আপনার টাইপিং স্পিড কত?
২৬। আপনি কি ফেসবুক ব্যবহার করেন? কেন?
২৭। আমাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে কি জানেন?
২৮। আপনার নামের অর্থ কি জানেন?
২৯। আপনার প্রিয় শখ কি?
৩০। এই পোস্টের জন্য আপনাকে কেন আমাদের পছন্দ করা উচিত?
Part-B (ডিপার্টমেন্ট)
1.
পাওয়ার ফ্যাক্টর কি?
2.
পাওয়ার ফ্যাক্টর বেশী হলে ভাল না কম হলে ভাল?
3.
পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টে কেন করি?
4.
ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে পার্থক্য কি?
5.
পিএলসি কি? কেন পিএলসি ব্যাবহার করি?
6.
সার্ভো ড্রাইভ মোটর কি?
7.
সার্কিট ব্রেকারে আগুন লাগলে কিভাবে নিভাবেন?
8.
একটি কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগলে আপনি প্রথমে কি করবেন?
9.
সাধারণত পিটির সেকেন্ডারি ভোল্টেজ কত হয়?
10.
একটি সিটির রেশিও বলুন।
11.
আমরা সিটি/পিটি কেন ব্যবহার করি?
12.
রিলে কি? কেন ব্যবহার করি? একটি ব্যবহার খেত্র বলেন।
13.
বাংলাদেশে সর্বোচ্চ জেনারেশন ভোল্টেজ কত?
14.
বাংলাদেশে পাওয়ার সিস্টেমে কোথায় কত ভোল্টেজ?
15.
পিজিসিবি, ইজিসিবি, ডিপিডিসি এর কাজ কি?
16.
ইন্ডাকশন মোটরে স্টার/ডেল্টা চালু পদ্ধতি কেন ব্যবহার করা হয়?
17.
কোন সিম্বল ছাড়া একটি অ্যামমিটার, একটি ভোল্টমিটার দেয়া হল কোনটি অ্যামমিটার/ভোল্টমিটার বাহির করতে পারবেন? কিভাবে?
18.
আর্থিং ও নিউট্রাল কি?
19.
কতগুলি রেজিস্টর হাতে ধরিয়ে দিয়ে বলতে পারে মাল্টিমিটার ছাড়া এগুলির মান বের করে দেখান। কি পারবেন না?
20.
মাইক্রোকন্ট্রোলার ও মাইক্রোপ্রসেসর এর মধ্যে পার্থক্য কি?
21. AVR
কি? এটি কিভাবে কাজ করে সংক্ষেপে বলেন?
22.
৪ টি ১২ ভোল্ট এর ব্যাটারি দিয়ে ২৪ ভোল্ট করতে চাইলে, ডায়াগ্রাম একে দেখান।
23.
ফুল চার্জে ব্যাটারির ইলেক্ট্রোলাইট এর স্পেসিফিক গ্রাভিটি কত থাকে?
24.
১ হর্স পাওয়ার সমান কত ওয়াট?
25.
সিঙ্গেল ফেজ ভোল্টেজ ২৩০ ভোল্ট হলে কেন লাইন ভোল্টেজ ৪০০ ভোল্ট হয়?
26.
ট্রান্সমিশন লাইনে স্যাগের কি প্রভাব?
27.
কখন একটি সার্কিটে ইম্পিড্যান্স রেজিস্ট্যান্সের সমান হবে?
28.
পোলারিটি আর নন পোলারিটি ক্যাপাসিটরের মধ্যে পার্থক্য কি?
29.
একটি ৩-ফেজ মোটরকে রিভার্স ঘুরাবেন কিভাবে?
30.
বুখলজ রিলে কেন ব্যবহার করা হয়?
31.
ডিফারেন্সিয়াল প্রটেকশন কেন ব্যবহার করা হয়? কোথায় ব্যবহার করা হয়?
32.
ট্রান্সফরমার শর্ট সার্কিট প্রটেকশনের জন্য কি পদ্ধতি ব্যবহার করা হয়?
33.
কেন নিউট্রাল লাইনে শক লাগেনা?
34.
তিন ফেজ মোটর স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে স্টার্ট নেয় না গোঁ গোঁ শব্দ করে, সম্ভাব্য তিনটি কারন বলেন।
35. IEEE
কি?
36.
সেন্সর ও ট্রান্সডিউসারের মধ্যে পার্থক্য কি?
37. CFL
এর পূর্ন নাম কি?
38. AWG/SWG
কি?
39.
সিঙ্গেল ফেজ মেটর বা ফ্যান চালু করতে ক্যাপাসিটর ব্যবহার করা হয় কেন?
40.
ট্রান্সফরমার এর তেলের নাম কী?
41.
একটি ডেল্টা -স্টার সংযুক্ত ট্রান্সফরমারের সেকেন্ডারিতে পাওয়ার, প্রাইমারি থেকে কত গুন কম বা বেশি হবে?
42.
ফেজ সিকুয়েন্স কি?
43.
ইনভার্টার দ্বারা কি করা হয়?
44.
ইন্সুলেশন রেজিস্ট্যান্স কি মিটার দ্বারা মাপা হয়?
45.
ট্রান্সফরমার হামিং কেন হয়?
46.
বাসার সকল লোড অফে থাকা সত্বেও মিটার ঘুরে। কোথায় সমস্যা হতে পারে?
47.
থ্রি-পিন প্লাগে আর্থ বা গ্রাউন্ড পিনটি বাকী দুইটি পিনের চেয়ে লম্বা থাকে কেন?
48.
ট্রান্সফরমারের বারডেন কি?
49.
সিস্টেম লস কি?
50.
একটি রিলেতে NO/NC বলতে কি বুঝেন?
51.
একই কন্ডাক্টরে যথাক্রমে AC DC ব্যবস্থায় ভোল্টেজ প্রেরন করলে লাইন রেজিস্ট্যান্স কোনটায় বেশি হবে?
52. IPP
কি?
53.
বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় পাওয়ার প্ল্যান্ট কোনটি?
54.
কোল জেনারেশন পাওয়ার প্লান্টে কিভাবে কয়লা থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়?
55.
প্রাইম মুভার কি?
56.
ভোল্টেজ কি?
57.
ওহমের সূত্রটি বলেন।
58.
ট্রানজিয়েট কি?
59.
এক্সাইটার কোথায় এবং কেন ব্যবহার করা হয়?
60.
মোবাইল চার্জারে AC না DC কোনটি ব্যবহার হয়?

Viva3:
ঢুকার গেটে সালাম দিয়ে প্রথমে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলাম, ইন্টারভিউ বোর্ডের সামনে দাড়ালাম। বসতে বলল, তারপর বসলাম।
১। প্রথম প্রশ্নই ছিল নিজেকে ইংরেজিতে ইন্ট্রিডিউস করেন-
আমি প্রথমে কিছুটা নার্ভাস ছিলাম, তারপরও ভালই বলেছিলাম। তবে বলতে গিয়ে আমি ডিপ্লোমা কবে পাশ করেছি সেটাই বলিনি। তারপর আমাকে বলল, কবে ডিপ্লোমা পাশ করেছেন সেটাই ত বললেন না। তারপর বললাম, আমি ২০০৬ সালে ডিপ্লোমা পাশ করেছি (ইংরেজিতে)।

২। ২০০৬ সালে ডিপ্লোমা করেছেন এতদিন কি করেছেন?
আমি একটি প্রাইভেট কোম্পানি নাম বাংলাক্যাটে জব করছি। তারপর একজন বলল, বাংলাক্যাট ত অনেক ভালো কোম্পানি, ওখান থেকে আসার কি দরকার, না না আপনি ওখানেই থাকেন। আমি বললাম স্যার আমি এই পাওয়ার ট্রান্সমিশন সেক্টরে কাজ করতে খুব আগ্রহি।

৩। তারপর আরেকজন বললেন, বাংলাক্যাট ত জেনারেটর কোম্পানি, কত কত ক্ষমতার জেনারেটর আছে? আপনি কোন আপনার কাজ কি ছিল? কত বেতন ছিল সেখানে?
আমি বাংলাক্যাটের জেনারেটর সম্পর্কে বললাম, আর আমি ট্রাবলশুটিং ডিপার্টমেন্টে কাজ করি সেটাও বলেছি। ৩০০০০ টাকা বেতন পাইতাম বলেছি (কিন্তু আরেকজন সেটা বিশ্বাস করেনি, বলেছিল না স্যার সে আরো অনেক বেশী বেতন পায়, আমি জানি সেখানে অনেক বেতন)।

৪। আচ্ছা পিজিসিবির কাজ কি?
বাংলাদেশের উৎপাদিত সমগ্র পাওয়ার একটি গ্রিডের মধ্যে নিয়ে এসে যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে মান সম্মত বিদ্যুৎ সারা দেশে ট্রান্সমিশন করা।

৫। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে বিতরণ পর্যন্ত বিদ্যুতের ভোল্টেজ সিস্টেম বলেন-
উৎপাদন সাধারণত ১১কেভি, সেখান থেকে ১৩২কেভি বা ২৩০কেভি ট্রান্সমিশন লাইনে নিয়ে এসে ৩৩কেভি করা হয়। ৩৩ কেভি থেকে ১১ কেভি সাবস্টেশন থেকে বড় বড় গ্রাহক/কারখানায় সরবরাহ দেয়া হয়, তাছাড়া ১১কেভি থেকে ৪০০ বা ২৩০ ভোল্টেজ ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের মাধ্যমে সাধারন গ্রাহকদের দেয়া হয়।

৬। আচ্ছা পিটি ও সিটি? কেন ব্যবহার করা হয়?
পিটি পটেনশিয়াল ট্রান্সফরমার, আর সিটি কারেন্ট ট্রান্সফরমার। এগুলো সাধারণত কম রেঞ্জের মিটার দিয়ে বেশী পরিমান ভোল্টেজ ও কারেন্ট পরিমাপ করার জন্য এবং প্রটেকশন সিস্টেমে রিলে অপারেটিং করার জন্য ব্যবহার করা হয়।

৭। সিটির রেশিও কেমন হয়, বলেন?
আমি বললাম স্যার আমি বাংলাক্যাটে কাজ করেছি বেশির ভাগই ২০০০ : 

৮। সাধারণত পিটির আউটপুট ভোল্টেজ কত?
১২০ ভোল্ট (স্যার বলল হয় নাই, এটা ১১০ ভোল্ট হবে)

৯। কম্পিউটারে কি কি পারেন?
MS Word, Ms Excel, Email, Web Design

১০। বাংলা টাইপ করতে পারেন? কিভাবে করেন?
জী স্যার পারি।  স্যার বাংলা টাইপের সবচেয়ে সহজ পদ্ধতি হল অভ্র সফটওয়ার দিয়ে, যেমন- আমারলিখতে ‘amar’ লিখলে হবে। পাশ থেকে অন্য এক স্যার বলল জী স্যার এভাবে করা যায়।

১১। ওয়ার্ড ফাইলে একটি টেবিলে কলাম ঢুকাতে কি করতে হবে?
যেখানে কলাম দরকার হবে সেখানে কার্সর নিয়ে রাইট বাটন ক্লিক করে insert column এ ক্লিক করে করা যাবে।

Viva4: যেকোন ভাইভাতেই প্রথমেই আপনাকে জিজ্ঞাসা করতে পারে ইংরাজিতে নিজেকে পরিচয় দিন অথবা নিজের সম্পর্কে ইংরেজিতে ২ মিনিট বলুন অথবা Introduce Yourself Please. তাই এটা ভাল করে শিখে যাবেন। কারন প্রথম প্রশ্নের উত্তর ভাল করে গুছিয়ে বলতে পারলে পরের গুলোতে আত্ন-বিশ্বাস ফিরে পাবেন।


Model-1:
I am M A Mahin. I am from Dinajpur. My Father is Noor Mohammad and My mother name is Mamataj Begum. I have passed SSC from Dinajpur Zilla School in 2002 and then I have passed Diploma in Electrical Engineering from Dinajpur Polytechnic in 2006. I completed B.Sc in Engineering from DUET in the department of Electrical and Electronic Engineering in 2011. Now I am looking for good job.

Model-2:
First of all thanks for giving me opportunity to introduce myself. I’m Raihan from Dinajpur District. I would like to tell about my educational qualifications. I completed B.Sc in Electrical and Electronic Engineering from DUET in 2011. I done Diploma in Engineering from Dinajpur Polytecnic Institute in 2006. I did my schooling in Ambari Pilot High School at my village Ambari in 2002. Coming to my family background. There are 6 member in my family including me. My father is a simple farmer and my mom she is house wife. My hobbies are browsing internet, watching cricket. and making electronics project. Now I’m Looking for a good job and get preparation for next BCS Exam.

Your Previous Experience?

Also I have five years experience in BanglaCAT as a Sr. Engineer under CAT Gas engine troubleshooting department. My major job responsibility in this position was Troubleshooting, Operation & Maintenance, and both mechanical and electrical Repair works at different types of CATERPILLAR Gas Generator sets. During this period I have learn’t much. I learned the values of teamwork, commitment, how to win, work hand, how to create communication and focus on goals. I enjoyed this five years with BanglaCAT.

Your future Goal?
My short term goal is to get a job in a well reputed organization like this organizations. Long term goal is to be in a respectable position in the same organization where I can lead a team with full responsibility.

Your Strength and Weakness?
My strength are my parents, integrity positive attitude, hardworking and creative thinker. My weakness is that I feel discomfort in leaving any work incomplete.

Once again thank you for giving me chance to introduce myself.


এখানে শুধুমাত্র ধারনা দেয়া হল আপনি আপনার মত করে বলবেন, নিজের বিষয়গুলো এভাবে লিখে প্র্যাকটিস করে নিবেন। কারন এটাই হতে পারে আপনার প্রথম ভাইভা প্রশ্ন, আর এটা ভালভাবে বলতে না পারলে অন্যান্য প্রশ্নে আপনার আত্ন-বিশ্বাস কম যাবে বা নার্ভাস লাগবে। প্রথম প্রশ্নের উত্তর ভাল হলে প্রশ্ন-কর্তাগণ আপনার প্রতি পজিটিভ হবে।
Viva5:
সাক্ষাৎকারের সময় অল্প আলাপচারিতায় আবেদনকারিকে বাজিয়ে দেখেন নিয়োগকর্তারা। সুতরাং এতে সফল হতে ভালভাবে প্রস্তুতি নেওয়ার কোন বিকল্প নেই। বর্তমান যেকোন ভাইভার জন্য যে বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে-

ইংরেজিতে নিজেকে পরিচয় ( নাম, ঠিকানা, নিজ জেলা, পড়ালেখা, প্রতিষ্ঠান, পরীক্ষা সাল ও ফলাফল সুন্দর করে বলতে হবে 
নিজের নামের অর্থ, জন্ম তারিখের বাংলা, আরবি মাস ও তারিখ। নামের সাথে মিল আছে এমন বিশিষ্ট ব্যক্তির নাম, কর্ম, জন্ম তারিখ।
নিজের এলাকার এম পি (আসন নাম্বার সহ), মন্ত্রী, চেয়ারম্যান এর নাম।
নিজের পঠিত বিষয়, চেয়ারম্যান এর নাম ও বিশ্ববিদ্যালয় সংক্রান্ত তথ্য, আপনার থিসিস নিয়ে কিছু প্রশ্ন করতে পারে।
নিজের জেলা পরিচয় বাংলা ও ইংলিশ এ। আপনার নিজ জেলার নামকরনের.ইতিহাস বা জেলার ইতিহাস,আপনার জেলার পর্যটন বা কেন বিখ্যাত ইত্যাদি ইত্যাদি। আপনার জেলার বা এলাকার মুক্তিযুদ্ধের ইতিহাস, আপনার জেলার বা থানার বিখ্যাত ব্যক্তি পত্রিকা, সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার এর নাম। আপনার জেলা মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরে ছিল।
লাহোর প্রস্তাব, ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট, ৬ দফা৬৮ আগরতলা ষড়যন্ত্র মামলা৬৯ গণ অভ্যুথান৭০ নির্বাচন৭ই মার্চ- মুক্তিযুদ্ধঃ মুজিব নগর সরকার ও মন্ত্রী, ১৫ই আগস্ট, স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধ সন্মাননা, মার্চ মাসের বর্ণনা- মুক্তিযুদ্ধের বিভিন্ন বাহিনী, সেক্টর, পদক, বীরশ্রেষ্ঠ তালিকা।
বঙ্গবন্ধুর জীবনী- অসমাপ্ত আত্মজীবনী- হত্যার বিচার- আসামী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা- শান্তির মডেল- সমুদ্র বিজয়- বিদ্যুৎ উৎপাদন।
যুদ্ধাপরাধ বিচার ও ট্রাইব্যুনাল, জাতীয় ৪ নেতার পরিচয় ও বুদ্ধিজীবী হত্যা ও বিচার।
জাতীয় সংগীত, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস নাটক চলচিত্র ।
বাংলাদেশের সংবিধান।
ভিসন ২১ এর বর্ণনা, জাতিসংঘ ও অন্যান্য সংস্থায় বাংলাদেশ।
কিছু মানসিক দক্ষতা নিয়ে প্রশ্ন করতে পারে।
কম্পিউটারে কি কি পারেন?
যে প্রতিষ্ঠানে ভাইভা দিতে যাবেন তার সম্পর্কে, মিশন, ভিসন জেনে নিবেন ( তাদের ওয়েবসাইট থেকে)
চাকরি পেলে আপনি কি করবেন, আপনার স্ট্রেংথ কি?
আপনার ডিপার্টমেন্ট এর ইম্পরট্যান্ট টার্ম গুলো জানবেন।
প্যানেল সাক্ষাৎকারে প্রশ্নকারীর চোখের দিকে চোখ রেখে উত্তর দেয়াটা গুরত্তপুর্ন। তবে এক্ষেত্রে প্যানেলের অন্য সদস্যদের সম্পৃক্ত করার বিষয়টি এড়িয়ে যাবেন না।
মনে রাখবেন প্যানেল সাক্ষাৎকারে কেউও থাকতে পারেন যে আপনাকে কোন প্রশ্ন না করেও আপনাকে মুল্যায়ন করবেন।


আসছে ধারাবাহিক ভাইভা টিপস, ই টিপস এর সাথে একটিভ থাকুন। আমাদের ফেসবুক পেজে লাইক দিন। আমাদের সাথে থাকুন।
Viva6:
ইলেকট্রিক্যাল ভাইভা টিপস
Part-A (জেনারেল)
১। আপনার নিজের সম্পর্কে ৫ মিনিট বলুন।
২। ইংরেজিতে আপনার নিজের সম্পর্কে
বলুন।
৩। আপনার নিজের সম্পর্কে কিছু সমালোচনা
করুন।
৪। আপনার নিজ জেলার নাম কি? নিজের
জেলা সম্পর্কে ১মিনিট বলুন।
৫। আপনার জেলার বিখ্যাত কয়েকজন
লোকের নাম বলুন। তারা কেন বিখ্যাত?
৬। বঙ্গবন্ধু সম্পর্কে যা জানেন বলেন।
৭। আপনার পরিবার সম্পর্কে বলুন।
৮। বলুন আমরা আপনাকে কেন এই চাকরিটা দিব?
৯। আপনি বিয়ে করেছেন কিনা? কেন করেননি/কেন করেছেন?
১০। বিবাহ সম্পর্কে আপনার চিন্তাভাবনা কি? <!–more–>
১১। আপনার আরো পড়াশুনা করার কোন ইচ্ছা আছে কি না?
১২। কেন আর পড়াশুনার ইচ্ছা নেই?
১৩। এর আগে কোথায় জব করেছেন সেখানে কি ধরনের কাজ করতেন?
১৪। আপনি বর্তমানে যেখানে কাজ করছেন সেখানকার কাজের পরিবেশ ও আপনার অভিজ্ঞতা সম্পর্কে কিছু বলুন। সেখান থেকে চলে যেতে চাচ্ছেন কেন?
১৫। আপনার সিভি দেখে মনে হচ্ছে আপনি এর আগে অনেকগুলি জব করে ছেড়ে দিয়েছেন! কি ব্যাপার বলুনতো? জবের মাঝখানে গ্যাপ কেন?
১৬। আপনার যোগ্যতা অনুযায়ী কত Salary আশা করেন?
১৭। —- এর থেকে কম Salary দেয়া হলে এখানে যোগদান করবেন?
১৮। আপনি কোন ইউনিভার্সিটি/কলেজ থেকে পাশ করেছেন? সাবজেক্ট কি ছিল? থিসিস কি ছিল?
১৯। আপনার কোন পাবলিকেশন আছে? কেন কোন পাবলিকেশনে অংশ নেননি?
২০। কম্পিউটারে আপনি দক্ষ কেমন? কি কি পারেন?
২১। আজ বাংলা কত তারিখ?
২২। এখানে যখন যেখানে প্রয়োজন সেখানে কাজ করতে হবে আপনি কি তাতে রাজি?
২৩। এই টা কার? এটা টেবিলের উপরে
রেখেছেন কেন?
২৪। এক্সেলের একটি ওয়ার্কশীট তৈরি করে তার এভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম ভ্যালু
বের করে দেখান। একটি নতুন সারি/কলাম ঢুকাতে কি করবেন?
২৫। বাংলা টাইপ পারেন? ইংরেজি ও
বাংলায় আপনার টাইপিং স্পিড কত?
২৬। আপনি কি ফেসবুক ব্যবহার করেন? কেন?
২৭। আমাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে কি জানেন?
২৮। আপনার নামের অর্থ কি জানেন?
২৯। আপনার প্রিয় শখ কি?
৩০। এই পোস্টের জন্য আপনাকে কেন
আমাদের পছন্দ করা উচিত

Part-B (ডিপার্টমেন্ট)
1. পাওয়ার ফ্যাক্টর কি?
2. পাওয়ার ফ্যাক্টর বেশী হলে ভাল না কম হলে ভাল?
3. পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টে কেন করি?
4. ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে পার্থক্য কি?
5. পিএলসি কি? কেন পিএলসি ব্যাবহার করি?
6. সার্ভো ড্রাইভ মোটর কি?
7. সার্কিট ব্রেকারে আগুন লাগলে কিভাবে নিভাবেন?
8. একটি কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগলে আপনি প্রথমে কি করবেন?
9. সাধারণত পিটির সেকেন্ডারি ভোল্টেজ কত হয়?
10. একটি সিটির রেশিও বলুন।
11. আমরা সিটি/পিটি কেন ব্যবহার করি?
12. রিলে কি? কেন ব্যবহার করি? একটি ব্যবহার খেত্র বলেন।
13. বাংলাদেশে সর্বোচ্চ জেনারেশন ভোল্টেজ কত?
14. বাংলাদেশে পাওয়ার সিস্টেমে কোথায় কত ভোল্টেজ?
15. পিজিসিবি, ইজিসিবি, ডিপিডিসি এর কাজ কি?
16. ইন্ডাকশন মোটরে স্টার/ডেল্টা চালু পদ্ধতি কেন ব্যবহার করা হয়?
17. কোন সিম্বল ছাড়া একটি অ্যামমিটার, একটি ভোল্টমিটার দেয়া হল কোনটি অ্যামমিটার/ভোল্টমিটার বাহির করতে পারবেন? কিভাবে?
18. আর্থিং ও নিউট্রাল কি?
19. কতগুলি রেজিস্টর হাতে ধরিয়ে দিয়ে বলতে পারে মাল্টিমিটার ছাড়া এগুলির মানবের করে দেখান। কি পারবেন না?
20. মাইক্রোকন্ট্রোলার ও মাইক্রোপ্রসেসর এর মধ্যে পার্থক্য কি?
21. AVR কি? এটি কিভাবে কাজ করে সংক্ষেপে বলেন?
22. ৪ টি ১২ ভোল্ট এর ব্যাটারি দিয়ে ২৪ ভোল্ট করতে চাইলে, ডায়াগ্রাম একে দেখান।
23. ফুল চার্জে ব্যাটারির ইলেক্ট্রোলাইট এর স্পেসিফিক গ্রাভিটি কত থাকে?
24. ১ হর্স পাওয়ার সমান কত ওয়াট?
25. সিঙ্গেল ফেজ ভোল্টেজ ২৩০ ভোল্ট হলে কেন লাইন ভোল্টেজ ৪০০ ভোল্ট হয়?
26. ট্রান্সমিশন লাইনে স্যাগের কি প্রভাব?
27. কখন একটি সার্কিটে ইম্পিড্যান্স রেজিস্ট্যান্সের সমান হবে?
28. পোলারিটি আর নন পোলারিটি ক্যাপাসিটরের মধ্যে পার্থক্য কি?
29. একটি ৩-ফেজ মোটরকে রিভার্স ঘুরাবেন কিভাবে?
30. বুখলজ রিলে কেন ব্যবহার করা হয়?
31. ডিফারেন্সিয়াল প্রটেকশন কেন ব্যবহার করা হয়? কোথায় ব্যবহার করা হয়?
32. ট্রান্সফরমার শর্ট সার্কিট প্রটেকশনের জন্য কি পদ্ধতি ব্যবহার করা হয়?
33. কেন নিউট্রাল লাইনে শক লাগেনা?
34. তিন ফেজ মোটর স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে স্টার্ট নেয় না গোঁ গোঁ শব্দ করে, সম্ভাব্য তিনটি কারন বলেন।
35. IEEE কি?
36. সেন্সর ও ট্রান্সডিউসারের মধ্যে পার্থক্য কি?
37. CFL এর পূর্ন নাম কি?
38. AWG/SWG কি?
39. সিঙ্গেল ফেজ মেটর বা ফ্যান চালু করতে ক্যাপাসিটর ব্যবহার করা হয় কেন?
40. ট্রান্সফরমার এর তেলের নাম কী?
41. একটি ডেল্টা -স্টার সংযুক্ত ট্রান্সফরমারের সেকেন্ডারিতে পাওয়ার,
প্রাইমারি থেকে কত গুন কম বা বেশি হবে?
42. ফেজ সিকুয়েন্স কি?
43. ইনভার্টার দ্বারা কি করা হয়?
44. ইন্সুলেশন রেজিস্ট্যান্স কি মিটার
দ্বারা মাপা হয়?
45. ট্রান্সফরমার হামিং কেন হয়?
46. বাসার সকল লোড অফে থাকা সত্বেও
মিটার ঘুরে। কোথায় সমস্যা হতে পারে?
47. থ্রি-পিন প্লাগে আর্থ বা গ্রাউন্ড পিনটি বাকী দুইটি পিনের চেয়ে লম্বা থাকে কেন?
48. ট্রান্সফরমারের বারডেন কি?
49. সিস্টেম লস কি?
50. একটি রিলেতে NO/NC বলতে কি বুঝেন?
51. একই কন্ডাক্টরে যথাক্রমে AC DC ব্যবস্থায় ভোল্টেজ প্রেরন করলে লাইন রেজিস্ট্যান্স কোনটায় বেশি হবে?
52. IPP কি?
53. বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় পাওয়ার প্ল্যান্ট কোনটি?
54. কোল জেনারেশন পাওয়ার প্লান্টে কিভাবে কয়লা থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়?
55. প্রাইম মুভার কি?
56. ভোল্টেজ কি?
57. ওহমের সূত্রটি বলেন।
58. ট্রানজিয়েট কি?
59. এক্সাইটার কোথায় এবং কেন ব্যবহার করা হয়?
60. মোবাইল চার্জারে AC না DC কোনটি ব্যবহার হয়
(সংগ্রহীত) 


1 comment:

  1. Good effort, please keep it up sir. we engineers are always with you.

    ReplyDelete

Powered by Blogger.