অসিলস্কপ পর্ব -০১
এই সকল পর্ব তে ধাপে ধাপে সম্পূর্ণ অসিলস্কপ সম্পর্কে আলোচনা করা হবে । টোটাল পর্ব হতে পারে ৮-১০ টা অতএব আপনারা ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার গ্রুপ এর সাথে থাকুন ।
অসিলস্কপ কিঃ এটির মাধ্যমে ইলেক্ট্রিক্যাল অদৃশ্যমান সিগন্যাল কে দৃশ্যমান করা হয় ।
১৯৯৫ সাল থেকে এটা জনপ্রিয় একটা ইকুপমেনট । এর মাধ্যমে কারেন্ট ,ভোল্টেজ , ফ্রিকোয়েন্সি , ফেজ পার্থক্য ও ওয়েভ দেখার জন্য এটা ব্যাবহার করা হয় । বিভিন্ন সিগনাল জেনারেটরের পালস এবং এম্পালস ভোল্টেজ টেলিভিশন , রাডার , ইমেজ বা ছবি পরীক্ষা করা হয় ।
১৯৯৫ সাল থেকে এটা জনপ্রিয় একটা ইকুপমেনট । এর মাধ্যমে কারেন্ট ,ভোল্টেজ , ফ্রিকোয়েন্সি , ফেজ পার্থক্য ও ওয়েভ দেখার জন্য এটা ব্যাবহার করা হয় । বিভিন্ন সিগনাল জেনারেটরের পালস এবং এম্পালস ভোল্টেজ টেলিভিশন , রাডার , ইমেজ বা ছবি পরীক্ষা করা হয় ।
একটি অসিলোস্কোপ চার ভাগে বিভক্ত যথাঃ প্রদর্শন পর্দা, উলম্ব নিয়ন্ত্রণ, ভূমি নিয়ন্ত্রণ ও ট্রিগার নিয়ন্ত্রণ। প্রদর্শন পর্দাতে সাধারণত সিআরটি বা এলসিডিপ্যানেল থাকে। এছাড়াও থাকে ফোকাস নব, তীব্রতা নব ও বীম খোঁজার একটি বোতাম। উলম্ব নিয়ন্ত্রণ সংকেতের মান নিয়ন্ত্রণের কাজ করে। এতে আরো থাকে একক বিভব নির্বাচনের নব, এসি/ডিসি/ ভূমি নির্ধারণের বোতাম এবং পরীক্ষাধীন যন্ত্রের উলম্ব ইনপুট দেওয়ার স্থান ও অতিরিক্ত ভাবে থাকে উলম্ব বীম স্থাপনের নব।
ভূমি নিয়ন্ত্রণ থাকে একক সময় নির্বাচনের নব, পরীক্ষাধীন যন্ত্রের ভূমির ইনপুট দেওয়ার স্থান ওভূমি বীম স্থাপনের নব। ট্রিগার নিয়ন্ত্রণ প্রত্যেকটি ঘটনাকে শুরু করায় একবার শেষ হওয়ার পরে বা এটি এমন ভাবে সাজানো যে এটা বহিঃস্থ ও অন্তঃস্থ ঘটনার প্রতিক্রিয়া দেখায়। এর মূল অংশ হলো উৎস ও কাপলিং নির্বাচনের বোতাম। একটা বহিঃস্থ টিগার ইনপুট ও লেভেল সমন্বয়কারীও এর সাথে যুক্ত হয়। বেশির ভাগ অসিলোস্কোপের সাথে একটা শলাকা দেওয়া থাকে যা পরীক্ষাধীন যন্ত্রের সাথে যুক্ত করতে হয় যা রোধক ক্ষমতা ১০ গুণ বেশি থাকে অসিলোস্কোপের চেয়ে।
ভূমি নিয়ন্ত্রণ থাকে একক সময় নির্বাচনের নব, পরীক্ষাধীন যন্ত্রের ভূমির ইনপুট দেওয়ার স্থান ওভূমি বীম স্থাপনের নব। ট্রিগার নিয়ন্ত্রণ প্রত্যেকটি ঘটনাকে শুরু করায় একবার শেষ হওয়ার পরে বা এটি এমন ভাবে সাজানো যে এটা বহিঃস্থ ও অন্তঃস্থ ঘটনার প্রতিক্রিয়া দেখায়। এর মূল অংশ হলো উৎস ও কাপলিং নির্বাচনের বোতাম। একটা বহিঃস্থ টিগার ইনপুট ও লেভেল সমন্বয়কারীও এর সাথে যুক্ত হয়। বেশির ভাগ অসিলোস্কোপের সাথে একটা শলাকা দেওয়া থাকে যা পরীক্ষাধীন যন্ত্রের সাথে যুক্ত করতে হয় যা রোধক ক্ষমতা ১০ গুণ বেশি থাকে অসিলোস্কোপের চেয়ে।
অসিলস্কপ এর বিভিন্ন অংশ সমুহঃ
1. Power switch
2. Power lamp
3. Inten comtrol
4. Focus Control
5. Rotation control
6. Illum control
7. Voltage Seclector
8. Power conector
9. X inConector
10. Y in conector
11. +12 . CH/AC GND/DC switch
13. V mode switch
14. Horizontal display swich
15. A Time/div. switch
16. CHI position control
17. CHI output conection
18. Tigger Sourch Switch
19. Cal Connection
20. Ground Connector
21. Tiggering mood switch
2. Power lamp
3. Inten comtrol
4. Focus Control
5. Rotation control
6. Illum control
7. Voltage Seclector
8. Power conector
9. X inConector
10. Y in conector
11. +12 . CH/AC GND/DC switch
13. V mode switch
14. Horizontal display swich
15. A Time/div. switch
16. CHI position control
17. CHI output conection
18. Tigger Sourch Switch
19. Cal Connection
20. Ground Connector
21. Tiggering mood switch
বর্ণনাঃ
Power switch : অসিলস্কপের পাওয়ার অন অফ করার জন্য ব্যাবহার করা হয় ।
Power lamp : অসিলস্কপের যখন অন হবে তখন বাতি জ্বলবে ।
Inten comtrol : CTR টিউব এ ডিসপ্লে উজ্জ্বল করার জন্য উক্ত নব কন্ট্রোল করতে হবে ।
Focus Control : ফোকাস নবকে ঘুরিয়ে স্ক্রীনএর আলোকে বিন্দু অথবা লাইনের তিক্ষতা সঠিক অবস্থায় আনতে হয় ।
Power switch : অসিলস্কপের পাওয়ার অন অফ করার জন্য ব্যাবহার করা হয় ।
Power lamp : অসিলস্কপের যখন অন হবে তখন বাতি জ্বলবে ।
Inten comtrol : CTR টিউব এ ডিসপ্লে উজ্জ্বল করার জন্য উক্ত নব কন্ট্রোল করতে হবে ।
Focus Control : ফোকাস নবকে ঘুরিয়ে স্ক্রীনএর আলোকে বিন্দু অথবা লাইনের তিক্ষতা সঠিক অবস্থায় আনতে হয় ।
Rotation control : CTR এর Horizontal graticude lines এলাইনমেন্ত স্ক্রু-ড্রাইভারের সাহায্যে সঠিক পজিশনে আনার জন্য ব্যাবহার করা হয় ।
আজ এই পর্যন্তই । আগামি পর্ব এর জন্য অপেক্ষা করুন । কমেন্ট করে আপনাদের উপস্থিতি জানান । তাহলে আগামী পর্ব এর জন্য উৎসাহ পাব । আর পর্ব অবশ্যই শেষ করব ইনশাআল্লাহ ।
উত্তর দিন