পিএফআই পর্ব-০৬
আসসালামুয়ালাইকুম । । কেমন সবাই ভাল তো ? ইইই এর সাথে কেউ অবশ্য খারাপ খাকে না তবুও অনেক কষ্টের পোষ্ট দেখা যায় । সর্বদা আল্লাহ্এর উপর ভরসা রাখুন দেখবেন সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ্। অনেকেই ইনবক্স করে বলেন ভাই পিএফআই পর্ব কি শেষ । তাদের জন্য এই পোষ্ট । অনেকে বলেন ম্যাগনেটিক কন্টাক্ট , Fuse , Cable , Kvar কারেন্ট কিভাবে নির্ণয় করে । আবার অনেকে বলেন ভাই লোড যদি কমে যায় Capacitor Control কিভাবে করা যায় । ধাপে ধাপে সব উত্তর দেয়া হবে । ইতিমধ্যে পোষ্ট করার থেকে অনেক বেশি সমাধান ইনবক্স এ দেয়ার চেষ্টা করেছি । অনেকে বুঝতে আবার সক্ষম হই নি । আমি PFI Manufacture কোম্পানি তে যখন ট্রেইনিং করেছি তখন বিভিন্ন বিষয় জেনেছি তা আজকে আপনাদের মাঝে শেয়ার করব ।
*** ৬০% PFI কিভাবে ?
= we know, Cos@=0.8
=cos-1(0.8)
=36.86
=sin36.86
=0.6….. Or 60% ( আশাকরি বুঝতে পেরেছেন )
= we know, Cos@=0.8
=cos-1(0.8)
=36.86
=sin36.86
=0.6….. Or 60% ( আশাকরি বুঝতে পেরেছেন )
*********************************************************
*** KVAR এর কারেন্ট বের করার নিয়ম ,
Example : 3kvar X 1.45 = 4.35 A … .. ( 1kvar=1.45A)
*** KVAR এর কারেন্ট বের করার নিয়ম ,
Example : 3kvar X 1.45 = 4.35 A … .. ( 1kvar=1.45A)
*************************************************
***Magnetic Conductor নির্বাচন কিভাবেঃ
মনে রাখবেন Magnetic Conductor সর্ব নিন্ম ২২ হবে । এবং মোট KVAR এর দিগুন হবে ।
Example: 3kvar X 2 = 6 . দেয়ার কথা কিন্তু যেহেতু সর্বনিন্ম ২২ নিতে হবে সেহেতু ২২ নিব ।
আবার , ২৫ kvar X 2 = 50 , এখানে Magnetic Conductor ৫০ হবে ।
***Magnetic Conductor নির্বাচন কিভাবেঃ
মনে রাখবেন Magnetic Conductor সর্ব নিন্ম ২২ হবে । এবং মোট KVAR এর দিগুন হবে ।
Example: 3kvar X 2 = 6 . দেয়ার কথা কিন্তু যেহেতু সর্বনিন্ম ২২ নিতে হবে সেহেতু ২২ নিব ।
আবার , ২৫ kvar X 2 = 50 , এখানে Magnetic Conductor ৫০ হবে ।
********************************************
***Fuse কিভাবে নির্ণয় করা হয় ?
প্রথমে KVAR এর কারেন্ট বের করতে হবে তারপর এর অ্যাম্পিয়ার এর উপরে যে ফিউজ পাওয়া যায় সেটা নির্বাচন করতে হবে ।
Example : 3kvar এর কারেন্ট 4.35A তাহলে ফিউজ ৬ A হলে চলবে ।
***Fuse কিভাবে নির্ণয় করা হয় ?
প্রথমে KVAR এর কারেন্ট বের করতে হবে তারপর এর অ্যাম্পিয়ার এর উপরে যে ফিউজ পাওয়া যায় সেটা নির্বাচন করতে হবে ।
Example : 3kvar এর কারেন্ট 4.35A তাহলে ফিউজ ৬ A হলে চলবে ।
ক্যাবল বের করার নিয়ম একটু ভিন্ন সেজন্য সামনের পর্ব এর জন্য রেখে দিলাম ।
যাদের বুঝতে অসুবিধা হয়েছে । বা কষ্ট করে বের করতে চান না তারা Comments / Email ID দেন তাহলে ৩, ৫, ৭.৫ , ১০ , ১৫ , ২০ , ২৫ , ৫০ , ১০০ , ২০০ , ৪০০ KVAR এর পূর্ণ লিস্ট আমি তৈরি করেছি । সেটা আপনাদের দিব ।
এর পরের পর্বে আপনাদের Relay Controller নিয়ে আলোচনা করব । আগের পর্ব না দেখলে দেখে নিবেন সেখানে Capacitor Staze নিয়ে আলোচনা করা হয়েছে । সবাই ভাল থাকবেন এবং ভাল রাখবেন । মনোযোগ সহকারে পরার জন্য ধন্যবাদ ।
উত্তর দিন