ইনভার্টার পর্ব ২
আজ আমি আলোচনা করতে চাচ্ছি বর্তমানে Industry গুলোতে বহুল ব্যবহৃত Inverter/VFD নিয়ে। এর আগেও বেশ কয়েকজন Inverter নিয়ে বেশ ভাল ভাল পোষ্ট করেছেন। আমি নিজেও দু-একটা করেছি। আশা করি সবারই কম বেশি জানা আছে কেন Inverter ব্যবহার করা হয়।
- মূলত Induction মটরের speed control করতে।
- বিদ্যুত সাশ্রয় করতে।
- মটরের লাইফ দীর্ঘস্থায়ী করতে।
- বিদ্যুত সাশ্রয় করতে।
- মটরের লাইফ দীর্ঘস্থায়ী করতে।
সবারই হয়ত মনে থাকার কথা, আমরা যখন ছাত্র ছিলাম জেনেছি- DC কে AC করতে যে সার্কিট ব্যবহার করা হয় তাকে INVERTER বলে। আসলে তাই, তবে আমরা Industryতে যে সমস্ত Inverter ব্যবহার করে থাকি সেখানে inputও AC আবার outputও AC তবে মজার ব্যাপার INVERTER এর এই AC output কিন্তু pure AC নয়। মানে পিওর Sine wave পাওয়া যায়না Inverter এর আউটপুটে। মূলত প্রায় 600v এর DC কে IGBT( Insulated Gate Bi-polar Transistor)-র মাধ্যমে মোডিফাইড ACতে রূপান্তর করে। তাই INVERTER এর INPUT voltage multimeter দিয়ে খুব সহজেই (Line to Line & Line to neutral) মাপা গেলেও OUTPUT কিন্তু এতটা সহজে মাপা যায়না।
Inverter এর output multimeter দিয়ে মাপতে গেলে দেখা যাবে মিটারের AC সিলেকশন অটোমেটিক DC তে পরিণত হয়েছে। তাই মাপার সময় যিনি মিটার ধরবেন তার হাতের একটা আঙুল অবশ্যই AC/DC সিলেকশন সুইচের উপর থাকতে হবে। তারপর মিটারের প্রোব দুটি নির্দিষ্ট স্থানে ধরে বার বার DC হয়ে যাওয়া রিডিংকে AC করে দিতে হবে। আর অল্প সময়ের জন্য আসা Voltage টা দেখে নিতে হবে।
একটি Inverterএর মূলত তিনটি card থাকে।
1. Power Card
2. Control Card
3. Interface Card
একটি Inverterএর মূলত তিনটি card থাকে।
1. Power Card
2. Control Card
3. Interface Card
Power cardএ Input & Output connection করা থাকে।
Control card ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী power cardথেকে প্রয়োজনীয় output দিয়ে থাকে।
আর Interface card ব্যবহারকারী এবং inverterএর মধ্যে চাওয়া পাওয়ার চাহিদা পূরন করে।
Control card ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী power cardথেকে প্রয়োজনীয় output দিয়ে থাকে।
আর Interface card ব্যবহারকারী এবং inverterএর মধ্যে চাওয়া পাওয়ার চাহিদা পূরন করে।
একটি Inverter এর schematic diagram থেকে আমরা দেখতে পাই। প্রথমে ACকে একটি ত্রিফেজ রেক্টিফায়ারের মাধ্যমে শক্তশালি DCতে রূপান্তরিত করা হয়। পরবর্তিতে কিছু ক্যাপাসিটর দিয়ে ফিল্টারিং করা হয় সেই DCকে। একদম শেষের অংশে দেখা যায় এই পিউরিফাইড DC ট্রানজিস্টর (IGBT) এর মাধ্যমে পুনরায় Output হিসেবে modified AC প্রদান করে।
ব্যবহারের দিক থেকে আমার জানা মতে বাংলাদেশে বর্তমানে দুট টাইপের Inverter পাওয়া যায়।
1. Standard Type
2. Spinning Type
Standard Type:
1. Standard Type
2. Spinning Type
Standard Type:
এই Inverter যেকোন স্থানে যেকোন মেশিনে ব্যবহার করা যায়। তবে বিভিন্ন মেশিনের চাহিদা মত সেটিং দিতে হবে প্রয়োজনে PLC ব্যবহার করা লাগে।
Spinning Type:
অপর দিকে Spinning Type Inverter শুধু মাত্র Spinning Factoryর Ring Frame, Roving Frame ইদানিং Draw Frame এর জন্যও ব্যবহার করা হচ্ছে। যেটি অন্য কোন মেশিনে ব্যবহার করা খুব সহজ ব্যাপারনয়।
এবার আসি Inverter কিভাবে Install করতে হবে সে ব্যাপারে হালকা একটা দিক নির্দেশনা দিতে।
Spinning Type:
অপর দিকে Spinning Type Inverter শুধু মাত্র Spinning Factoryর Ring Frame, Roving Frame ইদানিং Draw Frame এর জন্যও ব্যবহার করা হচ্ছে। যেটি অন্য কোন মেশিনে ব্যবহার করা খুব সহজ ব্যাপারনয়।
এবার আসি Inverter কিভাবে Install করতে হবে সে ব্যাপারে হালকা একটা দিক নির্দেশনা দিতে।
চিত্র-২নং এ যে Block Diagram দেয়া আছে এরকম ডায়াগ্রাম সম্বলিত একটি ম্যানুয়্যেল থাকে। যেটা স্টাডি করার মানষিকতা না থাকলে আপনি কখনই একজন দক্ষ Inverter Installer হতে পারবেন না।
আগামী পোষ্টে চেষ্টা করব এই Block Diagram তথা Inverter connection টপিক নিয়ে। ততদিন সঙ্গেই থাকুন।
আগামী পোষ্টে চেষ্টা করব এই Block Diagram তথা Inverter connection টপিক নিয়ে। ততদিন সঙ্গেই থাকুন।
****আর সবার উদ্দেশ্যে একটি সহজ প্রশ্ন করি। চেষ্টা করবেন সবাই উত্তর দেবার যারা পারি তারাতো দেবেনই আর যারা না পারবেন চেষ্টা করবেন কারনটা খুঁজে লিখার।
প্রশ্ন: মটরের speed control করতে কেন আমরা Inverter-ই ব্যবহার করব?
উত্তর দিন