পিএফআই পর্ব -০২


প্রায় সময় অনেকে প্রস্ন করেন । পাওয়ার ফ্যাক্টর কি ? পিএফআই কি জন্য ব্যবহার করা হয় । তাদের উত্তর দিতে আজ আবার আসলাম । সেদিনের কথাই ভাবুন না , প্রায় ১৫ মিঃ পিএফআই নিয়ে আলোচনা করার পর একজন বলল ভাই আমরা পিএফআই কেন লাগাই, এটার কাজ কি ?



পাওয়ার ফ্যাক্টরঃ ভোল্টেজ ও কারেন্ট এর মধ্যবর্তী কোসাইন কোণকে পাওয়ার ফ্যাক্টর বলে ।
একে শতকরা % হিসেবে প্রকাশ করা হয়ে থাকে । এটিকে Cos@ দ্বারা সূচিত করা হয়ে থাকে ।
Or প্রকৃত এবং আপাত শক্তির অনুপাতকে পাওয়ার ফ্যাক্টর বলে ।
AC সার্কিটের কার্যকরী ভোল্টেজ ,অ্যাম্পিয়ার এবং পাওয়ার ফ্যাক্টর এর গুন (VxIxCos@) রিয়াল পাওয়ার বলে । যা ওয়াট বা কিলোওয়াট বা মেগাওয়াট প্রকাশ করা হয় এবং AC সার্কিটের কার্যকরী ভোল্টেজ ,অ্যাম্পিয়ার এবং সাইন ফ্যাক্টর এর গুন (VxIxSin@) রিয়ালঅ্যাকটিভ পাওয়ার বলে । যা VAR / KVAR / MVAR দ্বারা প্রকাশ করা হয় ।
KVARs = পাওয়ার এঙ্গেল ব্যবহার করে, সমীকরণের মাধ্যমে KVARs নির্ণয় করা যায় ।
KW=KVAcos@
KVAR=KVAsin@
KVA = root(KW)^ + (KVAR)^
নিন্মমানের পাওয়ার ফ্যাক্টর এর কারনঃ
০১. ইন্ডাক্টিভ লোডের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর নিন্মমানের হয় ।
০২.আক লাম্প ।
০৩. ইন্ডাসট্রিয়াল হীটিং ।
পাওয়ার ফ্যাক্টর নিন্মমানের হলে কি কি সমস্যা হবে ।
০১.কপার লস বেশি হবে । ফলে ইকুপমেনট এর কর্মদক্ষতা কমে যাবে ।
০২.একই লোড এর জন্য জেনারেটর এবং ট্রান্সফরমার বড় সাইজ এর লাগে ।ইত্যাদি
এখন আসি কিভাবে পাওয়ার ফ্যাক্টর উন্নতি করা যায় ?
০১. ক্যাপাসিটর বাংক এর মাধমে ।
০২. সিনক্রোনাস মোটর দ্বারা ।
০৩. ফেজ অ্যাডভান্সার দ্বারা ।
আজকের মত এখানেই শেষ । আগামী পর্বে আরও বিস্তারিত আলোচনা করব । এবং কিভাবে পাওয়ার ফ্যাক্টর উন্নতি করা যায় । প্রত্যেক টা বিষয় নিয়ে বিস্তারিত করা হবে ।
আপনাদের উপস্থিতি জানার জন্য প্রস্নঃ
= লাইটিং লোড + সিঙ্গেল ফেজ মোটর + ওয়েনডিং মেশিনের পাওয়ার ফ্যাক্টর কত হয়ে থাকে ?

No comments

Powered by Blogger.