কিভাবে রোধক এর মান নিবেন ?
কিভাবে রোধক এর মান নিবেন ?
Resistor যাকে বাংলায় বলা হয় রোধক। তার মানে যেটা কোন কিছুকে রোধ করে। ইলেকট্রনিক্সের মধ্যে এই Resistor প্রচুর ব্যবহার করা হয়। Resistor ছাড়া ইলেকট্রনিক্স কল্পনাই কর যায় না। কিন্তু এই Resistor মান কিভাবে নিবেন?
ধরুন আপনি একটা LED জ্বালাবেন আর আপনার battery এর voltage ১২। তাহলে কি আপনি battery এর সাথে সরাসরি লাগিয়ে দিবেন?
আপনি কি জানেন, এর পর কি হবে?
আপনার LED সাথে সাথেই নস্ট হয়ে যাবে।
তাহলে কি করতে হবে?
হ্যা, একটা Resistor লাগাতে হবে, Series এ।
কিন্তু কত মানের Resistor লাগাবেন?
প্রথমে LED এর Specification টা দেখে নিবেন।
ধরা যাক,
Battery Volt =12
LED Volt = 2
LED Amp = 20 mA (0.02A)
ধরুন আপনি একটা LED জ্বালাবেন আর আপনার battery এর voltage ১২। তাহলে কি আপনি battery এর সাথে সরাসরি লাগিয়ে দিবেন?
আপনি কি জানেন, এর পর কি হবে?
আপনার LED সাথে সাথেই নস্ট হয়ে যাবে।
তাহলে কি করতে হবে?
হ্যা, একটা Resistor লাগাতে হবে, Series এ।
কিন্তু কত মানের Resistor লাগাবেন?
প্রথমে LED এর Specification টা দেখে নিবেন।
ধরা যাক,
Battery Volt =12
LED Volt = 2
LED Amp = 20 mA (0.02A)
ওহম এর সুত্র অনুযায়ী V=IR
তাহলে R=V/I
কিন্তু V=12-2= 10
সুতরাং, R= 10/0.02 =500 ohm
তাহলে R=V/I
কিন্তু V=12-2= 10
সুতরাং, R= 10/0.02 =500 ohm
তাহলে Resistor এর মান নিবেন 500 (ohm)
চিত্রতে calculation টা দেওয়া আছে।
চিত্রতে calculation টা দেওয়া আছে।
google, you tube এ LED লিখে search দিন, আরও অনেক কিছু জানতে পারবেন।
Engr Rafikul Islam
উত্তর দিন