ইনভার্টার নিয়ে আলোচনা
সবাই সালাম গ্রহন করবেন। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।
আজ আমি জাপানের তৈরি Fuji ব্রান্ডের MEGA সিরিজের একটি Inverter এর কানেকশন কিভাবে করতে হয় সেটি দেখানো এবং বোঝানোর চেষ্টা করব।
শুরুতেই আমি বলে রাখি, কেউ যদি চায় Inverter নিয়ে পাঁচ বছর গবেষণা করবে। সে করতে পারবে। কেননা একটি Inverter এর অনেক অনেক ফাংশন রয়েছে। আমরা এখানে এত এত ফাংশনের মধ্য শুধুমাত্র সেইসব ফাংশন শিখব যা দিয়ে একটি Inverter রান করা যায়।
আজ আমি জাপানের তৈরি Fuji ব্রান্ডের MEGA সিরিজের একটি Inverter এর কানেকশন কিভাবে করতে হয় সেটি দেখানো এবং বোঝানোর চেষ্টা করব।
শুরুতেই আমি বলে রাখি, কেউ যদি চায় Inverter নিয়ে পাঁচ বছর গবেষণা করবে। সে করতে পারবে। কেননা একটি Inverter এর অনেক অনেক ফাংশন রয়েছে। আমরা এখানে এত এত ফাংশনের মধ্য শুধুমাত্র সেইসব ফাংশন শিখব যা দিয়ে একটি Inverter রান করা যায়।
পোষ্টের সাথে Attach করা Inverter terminal connection Diagramটি ভালো করে লক্ষ করুন। উপরে বামদিকে
L1/R,
L2/S,
L3/T
দিয়ে মূলত INVERTER এর Input Power terminal বোঝানো হয়েছে। পাওয়ার দেয়ার ক্ষেত্রে আমরা MCCB এবং একটি Magnetic Contactor ব্যবহার করতে পারি।
L1/R,
L2/S,
L3/T
দিয়ে মূলত INVERTER এর Input Power terminal বোঝানো হয়েছে। পাওয়ার দেয়ার ক্ষেত্রে আমরা MCCB এবং একটি Magnetic Contactor ব্যবহার করতে পারি।
ঠিক একই জায়গা বরাবর ডান দিকে
U,
V,
W
দিয়ে INVERTERএর আউটপুট টারমিনাল মানে মোটরের connection terminal দেখানো হয়েছে।
U,
V,
W
দিয়ে INVERTERএর আউটপুট টারমিনাল মানে মোটরের connection terminal দেখানো হয়েছে।
এখন আপনারা নির্দিধায় এদুটি কানেকশন করতে পারবেন ইনশআল্লাহ। কি বলেন সবাই???
এমতাবস্থায় Input Power দিলে INVERTER টি Activate/কার্যক্ষম হবে তবে মোটরটি চলবে না।
মোটরটি চালাতে হলে অবশ্যই আমাদেরকে আরো কিছু Controlling কানেকশন দিতে হবে। সেই সাথে দিতে হবে কিছু সেটিং। তো সেটিং নিয়ে আমি পরে আলোকপাত করছি। প্রথমে জেনে নেই প্রয়োজনীয় controlling গুলোর ব্যপারে।
মোটরটি চালাতে হলে অবশ্যই আমাদেরকে আরো কিছু Controlling কানেকশন দিতে হবে। সেই সাথে দিতে হবে কিছু সেটিং। তো সেটিং নিয়ে আমি পরে আলোকপাত করছি। প্রথমে জেনে নেই প্রয়োজনীয় controlling গুলোর ব্যপারে।
Controlling wiring বলতে আমরা জানব: একটি Inverterকে On এবং Off করা এবং কতো ফ্রিকোয়েন্সিতে চালাব সেটা সেট করে দেয়ার জন্য একটি পটেনশিও মিটার কানেকশন করা।
(এক্ষেত্রে জানিয়ে রাখছি কানেকশন টার্মিনালে কানেকশন দিয়ে Inverter চালু বন্ধ করার এই প্রক্রিয়াকে বলা হয় রিমোট মুড।
আর Inverter এর সাথে দেয়া মনিটরের মাধ্যমে চালু বন্ধ করার প্রক্রিয়াকে বলা হয় লোকাল মুড।)
(এক্ষেত্রে জানিয়ে রাখছি কানেকশন টার্মিনালে কানেকশন দিয়ে Inverter চালু বন্ধ করার এই প্রক্রিয়াকে বলা হয় রিমোট মুড।
আর Inverter এর সাথে দেয়া মনিটরের মাধ্যমে চালু বন্ধ করার প্রক্রিয়াকে বলা হয় লোকাল মুড।)
চিত্রে INVERTER এর কানেকশন ডায়াগ্রামের নিচের দিকে বাম পাশে CM নামক একটি Terminal দেখা যাচ্ছে এটি মূলত সকল সুইচিং এর কমন terminal.
এই CM Terminalএর কিছুটা উপরে
FWD এবং
REV
নামক আরো দুটি Terminal আছে। FWD বলতে ফরোয়ার্ড এবং REV বলতে রিভার্স বোঝানো হয়েছে।
এখন এই CM এবং FWD কে সুইচিং করালে বাংলা কথায় শর্ট করে রাখলে INVERTERটি চালু হবে ফরোয়ার্ড মুডে।
একই ভাবে CM এবং REV কে সুইচিং করালে INVERTERটি রিভার্স মুডে চালু হবে।
তবে মোটরটি টি ঘুরবে? ঘুরতেও পারে নাও পারে। কেননা ফ্রিকোয়েন্সি সেটিং লোকাল নাকি রিমোট মোডো আছে তার উপর নির্ভর করে।
সুইচিং অফ করলে Inverterটি বন্ধ হয়ে যাবে।
এই CM Terminalএর কিছুটা উপরে
FWD এবং
REV
নামক আরো দুটি Terminal আছে। FWD বলতে ফরোয়ার্ড এবং REV বলতে রিভার্স বোঝানো হয়েছে।
এখন এই CM এবং FWD কে সুইচিং করালে বাংলা কথায় শর্ট করে রাখলে INVERTERটি চালু হবে ফরোয়ার্ড মুডে।
একই ভাবে CM এবং REV কে সুইচিং করালে INVERTERটি রিভার্স মুডে চালু হবে।
তবে মোটরটি টি ঘুরবে? ঘুরতেও পারে নাও পারে। কেননা ফ্রিকোয়েন্সি সেটিং লোকাল নাকি রিমোট মোডো আছে তার উপর নির্ভর করে।
সুইচিং অফ করলে Inverterটি বন্ধ হয়ে যাবে।
এখন আমরা দেখব পটেনশিও মিটারটি কিভাবে লাগাতে হবে।
চিত্রের বাম পাশে
11,
12,
13 নামে যে তিনটি terminal দেয়া আছে ঐখানে একটি পটেনশিও মিটারের কানেকশন করা আছে। ঠিক এভাবে পটেনশিও মিটারটি connection করলে Inverter টি দ্বারা কাঙ্খিত মোটরটি চালানোর জন্য সার্বিক connection দেয়ার কাজ শেষ।
11,
12,
13 নামে যে তিনটি terminal দেয়া আছে ঐখানে একটি পটেনশিও মিটারের কানেকশন করা আছে। ঠিক এভাবে পটেনশিও মিটারটি connection করলে Inverter টি দ্বারা কাঙ্খিত মোটরটি চালানোর জন্য সার্বিক connection দেয়ার কাজ শেষ।
এখন,
সর্বশেষ কাজ- সেটিং দেয়া।
তার আগে বলে রাখি অবশ্যই Inverter এর Input কানেকশন দেয়ার পূর্বে ভালভাবে নিশ্চিত হয়ে নিন Inverter এর Output Terminalএ Power connection দিচ্ছেন নাতো???
সর্বশেষ কাজ- সেটিং দেয়া।
তার আগে বলে রাখি অবশ্যই Inverter এর Input কানেকশন দেয়ার পূর্বে ভালভাবে নিশ্চিত হয়ে নিন Inverter এর Output Terminalএ Power connection দিচ্ছেন নাতো???
..............
সেটিং শেখার জন্য সঙ্গেই থাকুন...
সবাই বুঝতে পারছেন কিনা response করুন।
সবাই কতটুকু বুঝতে পারছেন তার উপর নির্ভর করবে পরবর্তী পোষ্ট।
সবাই কতটুকু বুঝতে পারছেন তার উপর নির্ভর করবে পরবর্তী পোষ্ট।
উত্তর দিন