পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট


***পাওয়ার_ফ্যাক্টর_ইম্প্রুভমেন্ট_(PFI)করার_সময়_ক্যাপাসিটর_রেটিং_(KVAR)_নিয়ে_আলোচনা_করবো_ইনশাল্লাহ।
আপনাদের_PDF_ফাইল_লাগলে_আওয়াজ_দিয়েন।
তো ইন্টোগল্প বাদ দিয়ে মুল কথায় আসি
PF ইম্প্রুভ করার জন্য প্রথম কাজ হলো, আপনাকে দেখতে হবে
১) বর্তমান PFI এর মান
২) লোড কত? (KW)
লোড যদি KVA থাকে তাহলে তাকে KW বানায়ে নিতে হবে,
KW=(KVA*বর্তমান PFI)
এর পর নিচের চার্ট থেকে কাঙ্খিত PF (Proposed PFI) এর মান দিয়ে লোডকে (KW) গুন করলেই কত মানের ক্যাপাসিটর (KVAR) ইউজ করতে হবে সেটা বের করা যাবে।
***আপনাদের_বোঝার_সুবিধাতে_একটা_ক্যাল্কুলেশন_করি****
প্রশ্নঃ
100KVA লোডের একটা প্লান্ট এর Initial PF এর মান 0.6 এবং এইটা যদি 0.95 তে উন্নীত করতে চাই তাহলে কত KVAR রেটিং এর Capacitor ব্যাবহার করা লাগবে ।
উত্তরঃ
এখানে দেওয়া আছে,
Initial PF value=0.60
Desired PF value=0.95
Load in KVA =100
আমরা জানি,
Load in KW =(KVA*বর্তমান পাওয়ার ফ্যাক্টর) KW
=(100*0.60)
=60 KW
PF ইম্প্রুভমেন্ট এর উপরের চার্ট থেকে দেখতে পাচ্ছি Initial PF এর মান 0.06 থেকে 0.95 তে উন্নীত করতে চাইলে Proposed Factor এর মাল্টিপ্লাইং ভ্যালু (1.005)
সুতরাং
KVAR Rating of Capacitor =(Load in KW* multiplying factor)
=(60*1.005)
=60.3
=Say 60 KVAR
আজকের মত এইখানেই বিদায় ফিরে আসবো নতুন কোন পোষ্ট নিয়ে। ততক্ষনে ভালো থাকুন সুস্থ থাকুন।
Md. Rauful Alam (Rafiq)

No comments

Powered by Blogger.