সিলিং ফ্যান আস্তে চালালে বিদ্যুত খরচ কম হবে কিনা?
সিলিং ফ্যান আস্তে চালালে বিদ্যুত খরচ কম হবে কিনা?


উত্তরঃ
সিলিং ফ্যানের স্পিড সাধারনত রেগুলেটর দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। বাজারে মোটামুটি তিন ধরনের রেগুলেটর পাওয়া যায়।
1। ইলেকট্রিক কয়েল টাইপ
2। ইলেকট্রনিক রেজিস্টর টাইপ
3। ইলেকট্রনিক ট্রায়াক, ডায়াক টাইপ
সিলিং ফ্যানের স্পিড সাধারনত রেগুলেটর দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। বাজারে মোটামুটি তিন ধরনের রেগুলেটর পাওয়া যায়।
1। ইলেকট্রিক কয়েল টাইপ
2। ইলেকট্রনিক রেজিস্টর টাইপ
3। ইলেকট্রনিক ট্রায়াক, ডায়াক টাইপ


উপরোক্ত তিন ধরনের রেগুলেটরের মধ্যে 1 এবং 2 নম্বর রেগুলেটর ব্যবহারে বিদ্যুত খরচ মোটেও কমে না বরং 1 নম্বর টাইপের রেগুলেটর ব্যবহার করলে বিদ্যুত খরচ কিঞ্চিত বাড়তে পারে।
কেননা,
1 নম্বর টাইপের রেগুলেটরের মাধ্যমে যখন ফ্যানের স্পিড কমানো হয় তখন কয়েলের মাধ্যমে ভোল্টজ কমানোর সাথে কিছুটা হিট জেনারেট করে। ফলে কোন সেইভ তো হয়ইনা বরং লাইনে লস বেরে যায়।
2 নম্বর টাইপের রেগুলেটরে রেজিস্টর দিয়ে ভোল্টেজ ড্রপ করানো হয়। এক্ষেত্রেও রেজিস্টর ব্যবহার করায় কোন সেইভ হয়না।
তবে,
3 নম্বর টাইপের রেগুলেটর ব্যবহার করলে অবশ্যই বিদ্যুত খরচ সেইভ হবে। কেননা এই ধরনের রেগুলেটরে ট্রায়াক এবং ডায়াক ব্যবহার করে ভোল্টজ কন্ট্রোল করা হয়। এক্ষেত্রে তেমন বেশি লস হয় না।
কেননা,
1 নম্বর টাইপের রেগুলেটরের মাধ্যমে যখন ফ্যানের স্পিড কমানো হয় তখন কয়েলের মাধ্যমে ভোল্টজ কমানোর সাথে কিছুটা হিট জেনারেট করে। ফলে কোন সেইভ তো হয়ইনা বরং লাইনে লস বেরে যায়।
2 নম্বর টাইপের রেগুলেটরে রেজিস্টর দিয়ে ভোল্টেজ ড্রপ করানো হয়। এক্ষেত্রেও রেজিস্টর ব্যবহার করায় কোন সেইভ হয়না।
তবে,
3 নম্বর টাইপের রেগুলেটর ব্যবহার করলে অবশ্যই বিদ্যুত খরচ সেইভ হবে। কেননা এই ধরনের রেগুলেটরে ট্রায়াক এবং ডায়াক ব্যবহার করে ভোল্টজ কন্ট্রোল করা হয়। এক্ষেত্রে তেমন বেশি লস হয় না।
উপরোক্ত প্রতিটি ক্ষেত্রে সূত্র কিন্তু একই
I = V/R
অর্থাত, ভোল্টেজ কমিয়ে বা বাড়িয়ে ফ্যানের স্পিড কন্ট্রোল করা হয়।
I = V/R
অর্থাত, ভোল্টেজ কমিয়ে বা বাড়িয়ে ফ্যানের স্পিড কন্ট্রোল করা হয়।
এখন আসি খরচের ব্যপারে।
আমরা জানি, P=VI
So, ভোল্টজ কমলে এবং কারেন্ট পূর্বের মত থাকলে অবশ্যই পাওয়ার consumption কম হবে। অতএব, নিঃসন্দেহেই বলা যায় " ফ্যান আস্তে ঘুরলে বিদ্যুত খরচ কম হবে"।
আমরা জানি, P=VI
So, ভোল্টজ কমলে এবং কারেন্ট পূর্বের মত থাকলে অবশ্যই পাওয়ার consumption কম হবে। অতএব, নিঃসন্দেহেই বলা যায় " ফ্যান আস্তে ঘুরলে বিদ্যুত খরচ কম হবে"।
বি,দ্রঃ আরো ডিটেইল কিছু থাকলে শেয়ার করুন। পরবর্তিতে আপডেট করে দেব।
উত্তর দিন