Breaker সম্পর্কিত গোপন তথ্য
সাধারনত আমরা ছোট মটর গুলোতে পাওয়ার সাপ্লাই দেবার জন্য MPCB(Motor Control Circuit Breaker) ব্যবহার করে থাকি। তবে একটু বড় সাইজের মটর হলে 100/200Amps বা তার বেশি Amps এর MCCB(Moulded Case Circuit Breaker) ব্যবহার করা হয়ে থাকে। এক্ষেত্রে দুটি বিষয়ে বিশেষ নজর দিতে হয়। এক, Breaker এর রেটিং আর অপরটি হচ্ছে এর Ith/Im Current.
আমরা ইতিমধ্যে জেনেছি যে, সর্ট সার্কিট কারেন্ট অসীম। তাই কোন Breaker থেকে কানেকশন করা মটর বা অন্য কোন লোড সর্ট সার্কিট হলে Breaker টি সাথে সাথে Trip করবে।
এখন যদি একটি 95kw মটর আমরা চালাতে চাই যার রেটেড Amps Approx 190Amps হবে সেক্ষেত্রে আমাদেরকে 240-250Amps এর একটি MCCB লাগাতে হবে।
কিন্তু আমরাতো জানি, একটি মটরের স্টার্টিং কারেন্ট রেটেড কারেন্ট এর ৫-৭ গোন হয়। মানে প্রায় 950Amps থেকে 1350Amps. তবে এই 250Amps এর Breaker দিয়ে মটরটি চলবে কি করে?
এজন্যই মটরের গায়ে Ith/Im নামে একটি রেটিং আছে। কোন কোন Breaker এ এই মান Fixed দেয়া থাকে আবার কোন কোনটায় Adjust করার option থাকে। এবং এই Ith/Im/Isd কারেন্ট কতক্ষণ নিতে পারবে Breaker টি কোন কোন Breaker এ Fixed আবার কোন কোন Breaker এ Adjust করার Option থাকে।
প্রথম চিত্রে দুটোই Fixed আর দ্বিতীয় চিত্রে দুটোই Adjustable.
আর রেটেড কারেন্ট মানে Ir দুটো Breaker এই Adjustable.
এখন যদি একটি 95kw মটর আমরা চালাতে চাই যার রেটেড Amps Approx 190Amps হবে সেক্ষেত্রে আমাদেরকে 240-250Amps এর একটি MCCB লাগাতে হবে।
কিন্তু আমরাতো জানি, একটি মটরের স্টার্টিং কারেন্ট রেটেড কারেন্ট এর ৫-৭ গোন হয়। মানে প্রায় 950Amps থেকে 1350Amps. তবে এই 250Amps এর Breaker দিয়ে মটরটি চলবে কি করে?
এজন্যই মটরের গায়ে Ith/Im নামে একটি রেটিং আছে। কোন কোন Breaker এ এই মান Fixed দেয়া থাকে আবার কোন কোনটায় Adjust করার option থাকে। এবং এই Ith/Im/Isd কারেন্ট কতক্ষণ নিতে পারবে Breaker টি কোন কোন Breaker এ Fixed আবার কোন কোন Breaker এ Adjust করার Option থাকে।
প্রথম চিত্রে দুটোই Fixed আর দ্বিতীয় চিত্রে দুটোই Adjustable.
আর রেটেড কারেন্ট মানে Ir দুটো Breaker এই Adjustable.
প্রথম Breaker টিতে খুব সুন্দরভাবে সহজভাবে দেয়া আছে
70
80
90
100
যেখানে সেট করব Breaker টির রেটিং সেই Ampere এর হয়ে যাবে।
আর Im দেয়া আছে 800Amps.
70
80
90
100
যেখানে সেট করব Breaker টির রেটিং সেই Ampere এর হয়ে যাবে।
আর Im দেয়া আছে 800Amps.
দ্বিতীয় Breaker টিতে In=800Amps দেয়া আছে।
Ir দেয়া আছে,
Ir=InX
.4
.5
.6
.7
.8
.9
.95
.98
1
তার অর্থ 800 এর সাথে .4 থেকে 1 পর্যন্ত যেটি গুন দেব সেই ভেলুকে রেটিং Amps বানাতে হলে ঐ সংখ্যাতে Ir এর কাটাটি সেট করে দিতে হবে।
মানে কাটাটি যদি .8 এ সেট করা থাকে তবে Breaker টির রেটিং হবে 640Amps.
পাশেই আছে কতক্ষণ পর Isd কারেন্টে trip করবে তার সেটিং।
আর নিচেই আছে Isd সেটিং নব। যা উপরের calculation বুঝলে আর Breaker এর সাথে দেয়া ডাটা শীটটা পড়লে বুঝতে পারবেন আশা করি।
Ir দেয়া আছে,
Ir=InX
.4
.5
.6
.7
.8
.9
.95
.98
1
তার অর্থ 800 এর সাথে .4 থেকে 1 পর্যন্ত যেটি গুন দেব সেই ভেলুকে রেটিং Amps বানাতে হলে ঐ সংখ্যাতে Ir এর কাটাটি সেট করে দিতে হবে।
মানে কাটাটি যদি .8 এ সেট করা থাকে তবে Breaker টির রেটিং হবে 640Amps.
পাশেই আছে কতক্ষণ পর Isd কারেন্টে trip করবে তার সেটিং।
আর নিচেই আছে Isd সেটিং নব। যা উপরের calculation বুঝলে আর Breaker এর সাথে দেয়া ডাটা শীটটা পড়লে বুঝতে পারবেন আশা করি।
ধৈর্য্য ধরে এতক্ষণ কষ্ট করে পড়ার জন্য সবাইকে ধন্যবাদ। কারো কারো কাজে আসলে পরবর্তীতে ABB এর MCCB এবং ACB সেটিং নিয়ে লিখব ইনশআল্লাহ।
একটি ছোট্ট প্রশ্ন রেখে যাই দেখি কে সঠিক উত্তর দিতে পারে। tr এর সেটিংটা কিভাবে দেয়া আছে???
উত্তর দিন