ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের ভাইভা বোর্ডের প্রশ্ন সমূহ‬.....


১) রেজোন্যান্ট ফ্রিকুয়েন্সি কী?
উত্তরঃ একটি এ.সি সার্কিট ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিট্যান্স এর মান যাই হোক না কেন যে ফ্রিকোয়েন্সিতে ঐ ইন্ডাকটিভ ও ক্যাপাসিটিভ রিয়াকটেন্স এর মান সমান হয়, সেই ফ্রিকোয়েন্সিকে কে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি বলে।
২) HRC ফিউজ কী? 
উত্তরঃ High Rupturing Capacity. উচ্চ কারেন্ট প্রবাহিত হয় এমন লাইনে যে ফিউজ ব্যবহৃত হয় সেগুলো HRC ফিউজ।
৩)লোড বিহীন অবস্থায় ট্রান্সফরমার কী পাওয়ার গ্রহণ করে? কেন করে?
উত্তরঃ হুম করে। কোর লস কমাবার জন্য।
০৪) ট্রান্সফরমার শর্ট সার্কিট টেস্ট কেন করানো হয়?
উত্তরঃ ১) কপার লস মাপার জন্য। ২)সমতুল্য রেজিস্টান্স,, রিয়্যাকট্যান্স, ইম্পিড্যান্স মাপার জন্য। ৩) ইফিসিয়েন্সি মাপতে। ৪) ভোল্টেজ রেগুলেশন পরিমাপ করতে।
৫)এ.সি কে ডি.সি এবং ডি.সি কে এ.সি তে কীভাবে রূপান্তরিত করা হয়?
উত্তরঃ এ.সি কে ডি.সি করা হয় রেকটিফায়ার দিয়ে,, এবং ডি. সি কে এ.সি তে রূপান্তরিত করা হয় ইনভার্টার দিয়ে।
০৬) ডি.সি জেনারেটর রেটিং কী?
উত্তরঃ K.W.
০৭) ডি.সি মোটর রেটিং কী?
উত্তরঃ hp..
০৮) স্টারটিং টর্ক কার বেশী?
উত্তর ঃ ডি.সি সিরিজ মোটোর এ।
০৯) ডি.সি সিরিজ জেনারেটর ট্রান্সমিশন লাইনে কী হিসেবে ব্যবহৃত হয়?
উত্তরঃ বুস্টার হিসেবে।
১০) কম্যুটেটর কী দিয়ে তৈরী?
উত্তরঃ টানা শক্ত কপার দিয়ে।
১১) PLC কী?
উত্তরঃ যে লাইনের মাধ্যমে পাওয়ার স্টেশন,, সাব স্টেশন ,, রিসিভিং স্টেশনে নিজস্ব জরুরী যোগাযোগ ব্যাবস্থা টেলিফোন এর মাধ্যমে সম্পাদন করা হয়।
১২) মেকানিকাল পাওয়ার ডি.সি সিরিজ মোটর এর সর্বোচ্চ কখন হয়?
উত্তর ঃ যখন ব্যাক ই এম এফ প্রদত্ত ভোল্টেজ এর হাফ হয়।
#ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ... অন্যকে জানাতে শেয়ার করুন ..আমাদের সাথেই থাকুন ভাল থাকুন।

No comments

Powered by Blogger.