সাব-স্টেশনের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম বা SLD




আজকে সাব-স্টেশনের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম বা SLD এবং 500 KVA ট্রান্সফরমারকে রেফারেন্স ধরে সাব-স্টেশনের বিভিন্ন উপাদানগুলোর মান নির্ণয় করার চেষ্টা করবো ইনশাল্লাহ।
>>
ট্রান্সফরমারকে সাব-স্টেশনের হার্ট বলা হয়!! ট্রান্সফরমার ব্যতীত একটি সাব-স্টেশন কল্পনাই করা যায়না,,,!
সাব-স্টেশনের প্রথম থেকে শেষ পর্যন্ত কানেকশন টা এরকম : HT Line এর ড্রপ আউট ফিউজ হতে সার্ভিস মেইন ক্যাবলের মাধ্যমে সরাসরি HT Meter এ সংযোগ দেয়া হয় এবং HT Meter হতে VCB/LBS এ সংযোগ করা হয়!!
এরপর VCB/LBS হতে ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে কানেকশন করা হয়। যাতে মেইন্ট্যানেন্স কিংবা কোনো দরকারে ট্রান্সফরমারের সংযোগ লাইন হতে বিচ্ছিন্ন করা যায়।
ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইড হতে LT প্যানেলের মেইন সার্কিট ব্রেকারে সংযোগ করতে হয়। এরপর ব্রেকার হতে LT বাসবারে এবং বাসবার হতে বিভিন্ন মানের লোড অনুযায়ী সার্কিট ব্রেকারের মাধ্যমে লাইনকে লোডে পৌছানো হয়!!!
>>HT Circuit Breaker Selection : we know that,
P= root 3 VI (non inductive load).
> HT Current I= 500,000÷ 1.732 x 11000= 26.24 Amps.
কিন্তু, HT তে কারেন্ট যতই কম হোক না কেনো সর্বনিম্ন 630 Amps এর VCB ব্যবহার করতে হয়( যদিও এর নিচে বাজারেও পাওয়া যায়না)
,
>> LT Current : 500,000÷ 1.732 x 415= 695.63 Amps।
,
>> Busbar Selection : 695.63 x 1.25= 869.53 Amps.
সূতরাং, জানা আছে, 2 Amp= 1 mm
সূতরাং, 869.53 Amps= 434.76 = width 50mm x thickness 10 mm.
,
>> Load Calculation : ট্রান্সফরমারের আউটপুটকে ৯০% কর্মদক্ষতা ধরলে,
Total Current: LT সাইডের কারেন্ট 695.63 এর 90%= 626.067 Amps.
মোট লোড চালানো যাবে, P= 1.732 x 415 x 626.067 x 0.8= 360003.55= 360 KW
,
>> PFI : 500 KVA এর ৬০%= 300 KVAR
এবার আপনি আপনার লোড অনুযায়ী সার্কিট ব্রেকার এবং ক্যাবল নির্বাচন করে কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

No comments

Powered by Blogger.