আজকে আলোচনা করব ইন্টারনেট কল নিয়ে।

মানে আমরা ম্যাসেঞ্জার, ভাইবার, হোয়াটস এপ এর মাধ্যমে যে কল গুলা করে থাকি তার প্রসেস টা নিয়ে খুব সংক্ষিপ্ত & সহজভাবে আলাপ করার চেষ্টা করব।
মোবাইল এ যখন মেসেঞ্জার / ভাইবার থেকে কল করা হয় তখন এই কল বা ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন যাই বলিনা কেন সেটা কিন্তু নরমাল কলের মত টাওয়ারে যায়না। সেটা আপলিঙ্ক এর মাধ্যমে স্যাটেলাইট এ যায় এবং ডাউনলিঙ্ক এর মাধ্যমে মেসেঞ্জার সার্ভার এর কাছে পৌছায়। মেসেঞ্জার সার্ভার তখন আপনার বৈধতা পরীক্ষা করবে। আপনার আইডি চেক করবে & জি পি এস এর মাধ্যমে আপনার লোকেশান ট্রেস আপ করবে। এই জন্যই মেসেঞ্জার যখন চালু করতে যান তখন ইমেইল আইডি / মোবাইল নাম্বার ডিমান্ড করে। তারপর আপনার কাঙ্খিত ভদ্র মহাশয় যে এলাকায় থাকেন ওই এরিয়া যে সার্ভারের অধীনে সেই সার্ভারের কাছে কল টা Forward করা হয়। আমার এরিয়ার কল প্রসেসিং এ দায়িত্ব প্রাপ্ত সার্ভার কে প্রক্সি সার্ভার বলে। এখন আবার আমার কাঙ্খিত মহাশয় মানে আমি যাকে কল করলাম তার প্রক্সি সার্ভার তার আইডি ভেরিফাই করে যে এই লোকটা এখন মেসেঞ্জার ব্যবহার করে কি না?! এখন কোন লোকেশান এ আছে??? আমার কাঙ্খিত লোক যদি ম্যাসেঞ্জার এ সক্রিয় থাকে এবং তার ইন্টারনেট কানেকশান থাকে তাহলে তার কাছে কল রিকুয়েস্ট যাবে। সে যদি Acknowledgement করে তাইলে কল establish হবে। আর এই পুরো প্রসেস টাকে বলে VOIP ( Voice Over Internet Protocol).খেয়াল করবেন, আপনার একদম কাছের লোককেও ইন্টারনেট কল করলে কথা খুব দেরিতে শুনা যায়। দেখবেন আপনি বলার বেশ কয়েক সেকেন্ড পর আপনার বন্ধু শুনতেছে। এর কারণ হল Routing Delay. গতকাল ও বলেছি রাউটিং হল সিগন্যালের পথ অতিক্রম করার প্রক্রিয়া & পথ কে Route বলে। যেহেতু এ প্রক্রিয়ায় স্যাটেলাইট ব্যবহার হয় তাই রাউটিং এ অনেক সময় নেয়। এই কাজে LEO(Low Earth Station Orbit) satellite use হয় যেটা পৃথিবী থেকে 3000 Km দূরে। তাই রাউটিং এ কিছু সময় নেয়। তবে এখন মেসেঞ্জার, ফেসবুক, ভাইবার সব কোম্পানিগুলো সাবমেরিন ক্যাবল লিঙ্ক তৈরি করার চেষ্টা করছে যাতে রাউটিং টাইম কমিয়ে আনা যায়।

No comments

Powered by Blogger.