কেন জেনারেটিং স্টেশন গুলো ১১ কেভি উৎপন্ন করে?

আজকে আমরা জানব, কেন আমাদের দেশে জেনারেটিং স্টেশন গুলো ১১ কেভি উৎপন্ন করে?? কেন সরাসরি ১৩২/২৩০/২২০ কেভি ভোল্টেজ উৎপন্ন করেনা??? কিংবা কেনই বা ১১ থেকে কম ভোল্টেজ উৎপন্ন করে না??
চলুন শুরু করা যাক। প্রথমত, আমাদেরকে যেই জিনিসটা মাথায় আনতে হবে ভোল্টেজ টা তারা কিভাবে তৈরি করছে?? উত্তরে নিশ্চয় বলবেন জেনারেটর। এখন, এই জেনারেটর এর ডিজাইন টা মূলত নির্ভর করে windings & insulation এর উপর। আপনি যদি অনেক বেশি পরিমাণ ভোল্টেজ উৎপন্ন করতে চান তাহলে স্ট্যাটরে প্রচুর পরিমাণে ওয়েন্ডিং এবং প্রচুরপরিমাণে ইন্সুলেশন প্রয়োজন হবে। তাই অল্টারনেটর / জেনারেটর সাইজ বাড়বে। খরচ বাড়বে।
আবার, ভোল্টেজ বাড়ানোর জন্য জেনারেটর এর রোটর স্পিড ও অনেক বাড়াতে হবে। আর রোটর স্পিড বাড়াতে হলে প্রচুর পরিমাণ কারেন্ট দিয়ে তাকে এক্সাইটেশন করতে হবে। তাই কাজগুলো অনেক জটিল হবে। কিন্তু ভাই কিভাবে বুঝলেন যে, ভোল্টেজ বাড়াতে হলে রোটর স্পীড বাড়াতে হবে???
একদম সহজ। আমরা জানি,
E = B*L*V*sinA
যেখানে, E = source voltage
L = Length of conductor
V = Speed of rotor
B = Flux density
A = Angle between conductor & flux
এই সমীকরণ পর্যালোচনা করলে বুঝা যায়, আমার ভোল্টেজ বাড়াতে হলে রোটর স্পিড ও বাড়াতে হবে।
আচ্ছা, কিন্তু কম ভোল্টেজ জেনারেট করলে কি অসুবিধা? যেমন, ৫,৬ কেভি???
এটাতে সমস্যা হল। কম ভোল্টেজ জেনারেট করতে হলে আমাকে রোটর স্পিড কমাতে হবে যেটা উপরে আলোচনা করা হয়েছে। এখন স্পিড যদি কমে যায় তাহলে টর্ক সৃষ্টি করার জন্য সে প্রচুর কারেন্ট draw করবে। ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করি। দুর্বল শক্তির মানুষকে কোন বোঝা তুলতে দিলে সে সর্বোচ্চ শক্তি ব্যয় করতে চাইবে। কিন্তু সবল লোক নূন্যতম শক্তি দিয়েই সেটা বহন করবে। মূল কথায় আসি। তো কারেন্ট বেশি হলে কপার লস বেড়ে যাবে। কারণ, আগের পোস্টে বলেছি কপার লস কারেন্ট বাড়ার সাথে সাথে বাড়ে। তাই তাপ ও বেড়ে যাবে। তাই বড় heat sink ব্যবহার করতে হবে এক্ষেত্রে।
আচ্ছা, বুঝলাম। কিন্তু ১১ ই কেন?
কারণ, তারের windings গুলো একটা নির্দিষ্ট ও uniformal সাইজ এর হয়। খরচ কম পড়ে। তবে ১১ থেকে কিছুটা কম বেশি হতেও পারে। তবে এভারেজ ১১ হিসেব করা হয়।
তাই, চাইলেই কম / বেশি ভোল্টেজ জেনারেট করা সম্ভব। কিন্তু সুবিধা অসুবিধার কথাটা বড় এখানে।

No comments

Powered by Blogger.