টেলিকমিউনিটেলিকম নিয়ে খুটিনাটি আলোচনা



একটা প্রশ্ন সবার মাথায় ঘুরপাক খায়। প্রশ্নটা বেশ মজার ও বটে। প্রশ্নটা হল, হাইওয়ে তে যখন গাড়ি খুব হাই স্পিডে চলে বা ট্রেনে চলন্ত অবস্থায় মোবাইল কল গুলো কেটে যায়না কেন? একটা টাওয়ার এর রেঞ্জ ত খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। চলুন এই মজার বিষয়টি নিয়ে আজ আলোচনা করব।
খুব একটা মজার গল্প বলি। আমার বাড়িতে আগে খুব চুরি হত। আমি & আমার স্ত্রী রীতিমত টেনশানে পড়ে গেলাম। একদিন আমি আমার বাড়িতে ১ জন শক্তিশালী পালোয়ান আনলাম রাতে বাড়ি পাহারা দেয়ার জন্য। কিন্তু সে চোরকে ধরতে পারল না। কারণ হিসেবে বলল " স্যার, চোরটার গতি এত বেশি ছিল যে আমার আওতার বাইরে চলে গিয়েছিল।" তখন আমি ভাবলাম কি করা যায়? তখন আমি ৮ জন পালোয়ানকে আনলাম এবং বাড়ির বিভিন্ন দিকে ছড়িয়ে দিলাম। বললাম এবার ধরা পড়লেই আমার কাছে নিয়ে আসবি। এবার চোর ধরা পড়ল এবং আমার হস্তগত হল। তারপর তাকে পুলিশে দিলাম।
এবার আসল কথায় আসি। একইভাবে একটা Area তে একটা টাওয়ার বা Base Station দিয়ে call continue করা সম্ভব নয় যখন গাড়ি হাইওয়ে তে হাই স্পিড নিয়ে চলে। যেমনটা একটা পালোয়ান দিয়ে চোর ধরা যায়নি।
তাই মোবাইল কোম্পানিগুলা হাইওয়ের এরিয়াকে Microcell এ Divide করে। অর্থাৎ, Base station number increase করে।যাকে microcell zone concept বলে। যেমন আমি ৮ জন পালোয়ানকে এনেছিলাম চোরকে ধরার জন্য। আর এই ক্ষুদ্র ক্ষুদ্র Base station গুলো একটা বিশাল বড় টাওয়ার এর অধীনে থাকে। যাকে Umbrella cell বলে। সাধারণত দেখবেন Highways গুলোতে যে টাওয়ার দেখা যায় সেগুলো অনেক বড় আর তাদের এন্টেনা সাইজ গুলোও বড় থাকে। এগুলাই Umbrella cell. Microcell গুলো received mobile calls গুলো umbrella cell এর কাছে Forward করে। যেমন পালোয়ান গুলো আমার কাছে চোরকে Hand over করেছিল। তারপর সেটা রিসিভার এর লোকাল সুইচিং সেন্টার এ পাঠানো হয়। হ্যা, একটা টাওয়ার এর রেঞ্জ যখন শেষ হয়ে যায় Caller তখন আরেকটা টাওয়ার এর অধীনে থাকে। আর এটা হয় মোবাইল এর নিকটবর্তী নেটওয়ার্ক স্ক্যানিং এর মাধ্যমে। যে কাজটা আগে অপারেটরা করত। এখন সেটা মোবাইল ই করে। একে MAHO( Mobile Assistant Hand Off) বলে।
Flow Diagram:
-----------------------
মোবাইল কল রিকুয়েস্ট -------> মাইক্রোসেল টাওয়ার এ Forwarded --------> Umbrella Cell এ Forwarded ----------> Local Switching Center of Receiver ---->
Receiver ----> Call established.
একটা কথা বলে রাখা উচিত, যদি আপনি জ্যামে পড়েন তখন কিন্তু আর এই প্রসেস চলবে না। কারণ গাড়ি তখন স্থির। তখন ঐ এরিয়ার Allocated cell tower দিয়েই Call initiated হবে। এখন প্রশ্ন, আমি স্থির নাকি চলমান এটা অপারেটর রা কিভাবে বুঝবে?
আমার মোবাইল এর সিম যতক্ষণ চালু আছে ততক্ষণ আমি মোবাইল অপারেটর দের মনিটরিং এ আছি। যখন আমরা চলমান থাকব তখন আমার মোবাইল রিসিভার এর সিগন্যাল ও rapidly উঠানামা করবে। যেটা অপারেটররা বুঝতে পারবে এবং সেই অনুযায়ী আমার কল প্রসেস করবে।
আশা করি ভাল লেগেছে 
******************************************************


আচ্ছা একটা প্রশ্ন কি কখনো আমাদের মাথায় এসেছে কি যে Mobile Tower height কেন এত লম্বা হয় কিংবা ছোট হলেও তা ছাদের উপর বসানো থাকে। কেন?
আচ্ছা ধরেন, একজন লম্বা লোক & একজন খাটো লোক। দুইজনকেই একটা উঁচু দেয়াল এর সামনে দাড়া করানো হল। লম্বা লোকটি দেয়ালের সমান উঁচু। আর বলা হল, একটি টেনিস বলকে ছুড়ে দেয়ালের অপর পাশে নিয়ে যেতে হবে। তাইলে কে বলটিকে অপর পাশে নিয়ে যেতে পারবে বলে মনে হয়? নিশ্চয়ই লম্বা লোকটি।
একইভাবে, আমরা যখন অন মোবাইল কমিউনিকেশন করি তখন প্রেরক & গ্রাহক উভয়ের এরিয়াতেই একটি সেল টাওয়ার থাকে। এখন টাওয়ার টু টাওয়ার এ যখন একটি মোবাইল ফ্রিকুয়েন্সি সিগন্যাল ভ্রমণ করবে তখন মাঝখানে অনেক বাধা থাকতে পারে। যেমন, উচু ভবন, পাহাড়, বন। তাই সিগন্যাল লস হতে পারে। তাই টাওয়ার গুলো উচুতে স্থাপন করা হয় অথবা উচ্চতা লম্বা হয়।
আরেকটি কারণ হল, Line of sight propagation. শুনে হয়ত চমকে গেছেন। চমকে যাওয়ার কিছুই নেই। Tower to Tower যে কমিউনিকেশন হয় সেটাতে Wave travel টা কোন বক্রপথ অনুসরণ করেনা। সর্বদা Linear path অনুসরণ করে। তাই টাওয়ার height ছোট হলে সেটা সম্ভব নয়। কারণ, মাঝখানে Obstruction আছে।
যতটুক সম্ভব Technical term বাদ দিয়ে বলার চেষ্টা করলাম।
**********************************************
* মডুলেশন কি? Communication system এটার দরকার কি?
উ: মডুলেশান হল একটি পদ্ধতি যেখানে বক্তার মূল শব্দশক্তির, তথ্যের সাথে আলাদা রেডিও ফ্রিকুয়েন্সির একটা সিগন্যাল যোগ করা হয়। অত:পর সেই মূল শব্দশক্তির পরিবর্তনের সাথে সাথে ঐ রেডিও ফ্রিকুয়েন্সি সিগন্যাল টির ও পরিবর্তন ঘটে। কিসের পরিবর্তন???
Amplitude, Frequency, Phase এর পরিবর্তন। আমার মূল শব্দশক্তি হল Modulating Signal, যেটা অতিরিক্ত যোগ করা হল সেটা বাহক তরঙ্গ বা Carrier Signal, দুটো মিক্স করার পর যেটা পাব সেটা modulated signal
কেন? কি দরকার? আমার মূল শব্দশক্তি যেটা আমি মুখ দিয়ে উচ্চারণ করি কিংবা যে তথ্য পাঠাই সেটা গ্রাহক এর কাছে সরাসরি গেলে কি সমস্যা?
সরাসরি পাঠানো যাবে। কেন যাবে না? কিন্তু একটা সমস্যা হবে যে আপনার ডাটাটি সঠিকভাবে পৌছাবে না। মাঝপথ এ ডাটা লস ঘটতে পারে।
যেমন সুদূর আরব দেশে বহুকাল আগে কোন বোঝা এক জায়গা থেকে অন্য জায়গায় নেয়ার জন্য গাধা ব্যবহার করা হত। কারণ, বোঝাটি সরাসরি নিক্ষেপ করা হলে তা কখনোই গন্তব্যে যাবেনা।
তাইলে এবার আমরা বলতে পারি,
আমার শব্দশক্তি / ডাটা হল -------- চিঠি
বাহক তরঙ্গ হল --------> ডাকপিয়ন
গ্রাহক হল ------> গন্তব্য
তবে এই মডুলেশন দুই প্রকার। যথা ---
১) এনালগ ২) ডিজিটাল
রেডিও, টিভি ট্রান্সমিশন এ এনালগ
আর মোবাইল, ব্রডবেন্ড কমিউনিকেশন এ ডিজিটাল মডুলেশন করা হয়।
********************************************************
আমরা মোবাইল এর মাধ্যমে একে অপরের সাথে কথা বলি। প্রশ্ন হচ্ছে এই কলগুলো কিভাবে প্রসেস করা হয়??? এটা কি ম্যাজিক নাকি? আজকে লোকাল কল নিয়ে কথা বলব। অন্যদিন International call নিয়ে আলাপ হবে।
সবার প্রথমে বলে রাখি আপনি, আমি, সবাই একটা cellular network coverage এর মধ্যে আছি।
Cellular Network কি?
একটা মোবাইল কোম্পানি বিভিন্ন এলাকায় কতগুলো রেডিও চ্যানেল বরাদ্দ করে রাখে। অনেকগুলো চ্যানেল নিয়েই তৈরি হয় Cell. আর এই cell শব্দটি থেকেই Cellular Network শব্দটির আগমন। আমাদের কথা গুলো এই চ্যানেল দিয়েই পারাপার করে।
এবার ধরুন, আমি মোবাইলে একজনের নাম্বার লিখলাম। আসলে মোবাইল নাম্বার বললে ভুল হবে। এটা আসলে ফ্রিকুয়েন্সি নাম্বার। আর কল করা হল ফ্রিকুয়েন্সি ডায়াল। যখন আমরা নাম্বার বাটন গুলা প্রেস করি তখন মাল্টিফ্রিকুয়েন্সি জেনারেট হয়। যেগুলো 2G এর জন্য ( 900-1800 MHz) & 3G এর জন্য ( 900 - 2100 MHz). এখন আপনি সিগন্যাল বাতাসে ছুড়ে মারলেন। তারপর সেটা কই যাবে?
তারপর সেটা বাতাসে ঘুরপাক খেতে থাকে। তারপর আপনার মোবাইল কোম্পানির যে টাওয়ার আপনার এলাকায় বসিয়েছে সেখানের এন্টেনায় গিয়ে হিট করবে।
এখন প্রশ্ন আসতে পারে, এতগুলা কোম্পানির টাওয়ার আছে। আমার সিগন্যাল কিভাবে একটা নির্দিষ্ট টাওয়ার এই যাবে???
মোবাইল কোম্পানি যখন টাওয়ার install করে তখন তাদের subscriber দের ফ্রিকুয়েন্সি নাম্বারগুলা টাওয়ার এই assign করে দেয়।
হুম টাওয়ার সিগন্যাল পেল। তারপর সে এটা ট্রান্সমিটিং এন্টেনা দিয়ে লোকাল সুইচিং স্টেশনে যায়। তখন আপনার জন্য একটা রেডিও চ্যানেল বরাদ্দ হয়। যেটাকে বলে Forward Channel. আবার সেই সিগন্যাল যখন আপনার বন্ধু যাকে খুজছেন তার লোকাল এরিয়ার সুইচিং স্টেশনে যায় তখন আপনার বন্ধুর জন্যও আরেকটি চ্যানেল তৈরি হয় যেটাকে বলে Reverse Channel. তারপর দুইজনের মাঝে কমিউনিকেশন শুরু হয়।
অনেক সময় দেখবেন কল করলে বলে নাম্বারটি এখন ব্যস্ত আছে। কথাটার Technical meaning হল যে আপনার কাঙ্খিত নাম্বারটির গ্রাহক ইতিমধ্যেই একটি রেডিও চ্যানেল তৈরি করে অন্য একজন গ্রাহকের সাথে যোগাযোগ করছেন।
আবার অনেক সময় দেখবেন, কল করলে রিং না হয়েই কেটে যায়। এটাকে কল ড্রপ ও বলে। তার মানে কি?
তার মানে হল আপনার এরিয়ায় আপনার জন্য কোন রেডিও চ্যানেল আপাতত খালি নেই। সবগুলো বুকড। এই জিনিসটা বেশি হয় যখন কোন এক জায়গায় অনেক লোকের সমাগম হয় অথবা বিশেষ কোন দিন যেমন ঈদ, পূজা এর সময়।
অবশ্য এই জিনিসটা এখন কমিয়ে আনার চেষ্টা চলছে।কিভাবে? আপনার এলাকার চ্যানেল খালি নেই ত কি হইছে? আপনার নিকটবর্তী এলাকার থেকে চ্যানেল ধার করে এনে এই সমস্যার মোকাবেলা করা হয়।

No comments

Powered by Blogger.