1000/2000/3000/4000 mAh দিয়ে কিসের বার্তা দিচ্ছে?
যেটা দিয়ে পোস্ট দেখছেন সেটা ছাড়া অন্য একটা মোবাইল এর ব্যাটারি টা খুলে হাতে নিন!!! খেয়াল করলে দেখবেন 1000/2000/3000/4000 mAh এরকম কিছু একটা আছে কিনা??? জি ভাইজান, আছে কিন্তু এটা দিয়ে manufactures রা আমাকে কিসের বার্তা দিচ্ছে?
আসলে mAh ( mili ampere hour) টা হল ব্যাটারির চার্জ storage capacity. কিভাবে?
চলুন ফিরে যাই পিচ্চিকালের সময় এ। কারেন্টের সমীকরণ থেকে আমরা জানি,
I = q/t
বা, q = I (Ampere) x t (hour)
বা, চার্জ = বিদ্যুৎ প্রবাহ x সময়
চলুন ফিরে যাই পিচ্চিকালের সময় এ। কারেন্টের সমীকরণ থেকে আমরা জানি,
I = q/t
বা, q = I (Ampere) x t (hour)
বা, চার্জ = বিদ্যুৎ প্রবাহ x সময়
এখন, এখান থেকে অতি সহজেই আমরা, এই চার্জ কতক্ষণ থাকবে তা হিসেব করতে পারব। আর এটা নির্ভর করবে সার্কিট এর কারেন্ট প্রবাহ এর উপর। যেমন, আমার ব্যাটারি যদি 3000 mAh হয়, আর আমার সার্কিট যদি 200mA কারেন্ট নেয় তাইলে আমার ব্যাটারির আয়ুষ্কাল হবে 15 hr. তার মানে ব্যাটারি ফুল চার্জড থাকলে সম্পূর্ণ চার্জ discharge করতে তার 15 hr সময় লাগবে।
অর্থাৎ, এই mAh ratings থেকে আমরা ব্যাটারি এর আয়ুষ্কাল ও জানতে পারি।
অর্থাৎ, এই mAh ratings থেকে আমরা ব্যাটারি এর আয়ুষ্কাল ও জানতে পারি।
সাধারণত আমরা যে স্মার্টফোন ব্যবহার করি তার রেটিং 4000 mAh.
* যখন তাকে ফ্লাইট মোড / স্ক্রীণ অফ অবস্থায় রাখা হয় তখন সে 20mA এর মত কারেন্ট টানে। তাইলে এই অবস্থায় সে টিকে থাকবে = 4000/20 = 200 hrs
* যখন তাকে ফ্লাইট মোড / স্ক্রীণ অফ অবস্থায় রাখা হয় তখন সে 20mA এর মত কারেন্ট টানে। তাইলে এই অবস্থায় সে টিকে থাকবে = 4000/20 = 200 hrs
* 30% স্ক্রীণ brightness, wi-fi, 3G/4G Data on, youtube streaming অবস্থায় টানবে 300 mA. তখন তার আয়ুষ্কাল হবে = 4000/300 = 13.33 hrs.
* যখন high resolution mode এ ভিডিও, Data on, 60% screen brightness এ রাখা হয় তখন নেয় 700 mA. তাহলে তার আয়ুষ্কাল দাঁড়ায় 4000/700 = 5.71 hrs.
তাই উপরোক্ত আলোচনা থেকে বুঝা গেল, mAh ratings বেশি হলেই ভাল।
উত্তর দিন