ট্রান্সমিশন লাইনের বেসিক ধারণা।

নিচে যে চিত্রটি দেয়া হয়েছে সেটা three phase double Circuit  132KV transmission line. আজকে এটা নিয়ে বিস্তারিত আলাপ করব।

Three phase double Circuit line কি?

নাম শুনেই বুঝা যাচ্ছে যে থ্রি ফেইজ সার্কিট লাইন কে ডাবল অর্থাৎ দুবার ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ টাওয়ার এর ক্রসআর্ম এর দুপাশে দুবার করে থ্রি ফেইজ এর তিনটি লাইন টানা আছে। এজন্য দুইপাশে তিনটি করে মোট ছয়টি তার রয়েছে যাতে লোড বাড়ানো যায়।  এই টাওয়ারগুলো ২৫ - ২৮ মিটার পর্যন্ত হয়ে থাকে।

লাইন টি কোথায় থেকে কোথায় যাচ্ছে??

লাইন টি মূলত কোন পাওয়ার প্লান্ট সাবস্টেশন থেকে পাওয়ার গ্রীড কোম্পানি পর্যন্ত বিস্তার লাভ করেছে।

এই টাওয়ারের লাইন ভোল্টেজ কত? ফেইজ ভোল্টেজ কত?

লাইন ভোল্টেজ 132 কিলোভোল্ট।

তাহলে, ফেইজ ভোল্টেজ = 132 ÷ 1.732 = 76.21 KV

আচ্ছা, তাইলে ৭ নাম্বার সবার উপরের তার টি কেন ব্যবহার করা হয়েছে?

এটা মূলত sky wire / earth wire / guard wire. বজ্রপাত থেকে টাওয়ার কে রক্ষা করার কাজে ব্যবহার করা হয়। তাই অনেকে এটাকে লাইটনিং এরেস্টার ও বলে থাকে। তবে এটা সাবস্টেশন টু পাওয়ার গ্রীডের যোগাযোগ রক্ষার জন্য ও ব্যবহার করা হয়। তাই এটাকে OPGW / optical ground wire ও বলা হয়।

তারপর সূক্ষ্ণভাবে যদি লক্ষ্য করেন, তারগুলোর সাথে ক্লিপের মত একটি অংশ আটকানো আছে। এগুলো হল vibration damper. এগুলো তারগুলোকে বাতাসের কম্পন হতে রক্ষা করে। যাতে তারের sag ঠিক থাকে। তারপর ক্রসআর্ম এর দুপাশে তিনটি করে মোট ছয়টি সাসপেন্সন ইন্সুলেটর ব্যবহার করা হয়েছে।

তবে এরকম টাওয়ার আপনি আবাসিক ডিস্ট্রিবিউশন এরিয়ায় দেখবেন না। আবাসিক এলাকার সার্কিট গুলা থ্রি ফেইজ সিংগেল সার্কিট লাইন। অর্থাৎ এখানে তিনটি ফেইজ তার আর একটি নিউট্রাল লাইন মোট চারটি লাইন ব্যবহার করা হয়। কিন্তু মাঝে মধ্যে পাচটি তার ও দেখা যায়। সেটা রাস্তার স্রীট লাইট গুলার জন্য স্পেশাল ফেইজ লাইন হিসেবে ব্যবহার করার জন্য।

No comments

Powered by Blogger.