রাডার নিয়ে বিস্তারিত পর্ব ০১

RADAR আমাদের সবার কাছে একটি সুপরিচিত শব্দ। আমরা সকলেই জানি রাডার আমাদের যোগাযোগ ব্যবস্থার একটি অন্যতম মাধ্যম। এই রাডার সাহেবের মাধ্যমেই আবহাওয়া অফিস থেকে ঘূর্ণিঝড় এর অবস্থান আমাদের জানান দেয়া হয়। তাছাড়া একটি যুদ্ধ জাহাজ / বিমান কতদূরে অবস্থান করছে সেই খবর ও রাডার এর মাধ্যমে জানা সম্ভব। আমরা যখন প্লেন এ চড়ে দেশ বিদেশে ভ্রমণ করি তখন ও কিন্তু আমরা আবার এই রাডার মনিটরিং সিস্টেম এর মধ্যে থাকি। এখন মনে কৌতুহল জাগাটাই natural যে এটা কিভাবে কাজ করে??? আর এই কৌতূহল অবসান করার জন্য রাডার এর technical explanation আমি তিনটি পর্বে আলোচনা করব। আশা করি ভাল লাগবে। তাইলে আজ পর্ব ১ এর আলোচনা শুরু করা যাক।

প্রথম পর্বে আমি বেশি জটিল এ যাব না। আজকে শুধু রাডার এর প্রাথমিক আলোচনা টা সেরে নিব।

 ১) রাডার কি?  এটা কি কোন ডিভাইস নাকি সিস্টেম?

 RADAR এর পূর্ণরূপ হল Radio Detection & Ranging. বৃক্ষ তোমার নাম কি? ফলেই পরিচয় :)
অর্থাৎ রাডার এমন একটি সিস্টেম যার মাধ্যমে আমরা বেতার তরঙ্গ  (Radio / microwave) ব্যবহার করে দূরবর্তী কোন বস্তুর অবস্থান সম্পর্কে ধারণা লাভ করতে পারি। আর এজন্যই এই সিস্টেম এর নাম  RADAR.

সংজ্ঞা ত জানা হল। এখন এটা কি কোন ডিভাইস নাকি সিস্টেম সে ব্যাপারে জানব।

মূলত রাডার কোন ডিভাইস নয়। এটা একটা সিস্টেম। বরং কয়েকটি ডিভাইস নিয়ে এই সিস্টেম টি তৈরি করা হয়। উদাহরণ স্বরুপ যদি আপনি inductor, capacitor, timer, resistor, battery দিয়ে একটি oscillator /radio transmission system তৈরি করলেন। সবগুলো ডিভাইস নিয়ে তৈরি হয়েছে রেডিও সিস্টেম কিন্তু রেডিও সিস্টেম এককভাবে কোন ডিভাইস নয়।

২) এবার প্রশ্ন আসবে রাডার সিস্টেমে কি কি ডিভাইস থাকে?

রাডারে মূলত যেসব ডিভাইস থাকে সেগুলো হল  :

 ১) Trigger source
 ২)  Modulator
 ৩)  Switch
 ৪)  Video Amplifier
 ৫)  Local Oscillator
 ৬)  Indicator
 ৭)  Detector
 ৮)  RF Mixer
 ৯)  IF Amplifier
 ১০) Duplexer
 ১১)  Antenna

৩) রাডার কেন ব্যবহার করা হয়?

ইতোমধ্যেই রাডার এর ব্যবহারিক ক্ষেত্র উল্লেখ করা হয়েছে। তারপরেও আরেকটু সাজানো ভাবে বললে,

১) ঘূর্নিঝড়, বৈরি আবহাওয়ার পূর্বাভাস পেতে

২) যুদ্ধ জাহাজ / বিমানের অবস্থান জানতে

৩) মহাকাশ এর বিভিন্ন পরীক্ষা নীরিক্ষা এবং মহাকাশ যানের অবস্থান

৪) যাত্রীবাহী বিমান পর্যবেক্ষণ এর কাজে

আজ এই পর্যন্ত আগামী পর্বে দেখা হবে ইনশাল্লাহ

No comments

Powered by Blogger.