ক্যাবল সাইজ & কোডিং নিয়ে একটু আলোচনা
আজকে ক্যাবল সাইজ & কোডিং নিয়ে একটু আলোচনা করব। তারের সাইজ জানা না থাকলে সেই তার বা ক্যাবল দিয়ে কাজ করাটা বিপদজ্জনক। কেননা আপনি যে তারটি দিয়ে কাজটি করছেন ঐ তারটি সেই কাজের জন্য উপযুক্ত নয়।
আমরা জানি, ক্যাবল সাইজ SWG (Standard Wire guage) এর মাধ্যমে প্রকাতশ করা হয়। আমরা সাধারণত SWG নাম্বার ৩/২২'', ৩/২০", ৭/১৮", ৭/২২" এ নির্ধারণ করা থাকে।
এখন প্রশ্ন এই পরিমাপ গুলো দিয়ে কি বুঝব?
উপরের থেকে যেকোন একটি পরিমাপ নিলাম। ধরলাম, ৩/২২"। এখন এই তথ্য দিয়ে আমি কি বুঝব?
প্রথম সংখ্যা হল Number of Conductors এবং ২য় সংখ্যা হল Number of wire gauge. মানে ২২ গজের ৩টি conductors আছে :)
অনেক সময় ক্যাবল এর গায়ে বা ম্যানুয়াল এ ৫*৩*০.২৬ লিখা থাকে। এ কথাটার মানে কি?
এই কথাটার অর্থ হল পাঁচটি কোর এবং তিন খেই বিশিষ্ট ক্যাবল & প্রতি খেই এর ডায়ামিটার ০.২৬। এখন এই খেই কিংবা কোর কিভাবে চিনব?? নিচে চিত্র দেয়া আছে। বুঝতে সুবিধা হবে আশা করি।
ক্যাবলের গায়ে RM, SM, SE, RE এসব লিখা দেখেছেন হয়ত। এগুলো দিয়ে কি বুঝব?
RM = Multi Wire Round Conductor
অর্থাৎ, অনেক খেই বিশিষ্ট তার & আকৃতি গোলাকার
SM = Multi Wire Sectorial Conductor
অর্থাৎ, অনেক খেইবিশিষ্ট তার এবং সেক্টর আকৃতির।
সেক্টর আকৃতি হল আমরা পরিসংখ্যানে যে পাইচিত্র করেছি সেই পাইচিত্রের একটি অংশের মত।
SE= Solid Sector Conductors
অর্থাৎ, সিঙ্গেল নিরেট তার যার প্রস্থচ্ছেদ sector shaped
RE = Solid Round Conductors
অর্থাৎ, সিঙ্গেল নিরেট তার যার প্রস্থছেদ গোলাকার।
সবগুলোর চিত্র নিচে দেয়া হল। একটা কথা বলে রাখা ভাল যে, RM, RE, SM, SE এগুলো কিন্তু ক্যাবল সাইজ নয় ক্যাবল টাইপ। ক্যাবল সাইজ হয় sqmm (square mili meter e)
আগামীতে ক্যাবল সিলেকশন & RM বের করার কৌশল নিয়ে পোস্ট হবে ইনশাআল্লাহ
উত্তর দিন