প্রিপেইড এনার্জি মিটার কিভাবে কাজ করে ।



ডিজিটাল প্রিপেইড এনার্জি মিটার কিভাবে কাজ করে সেটা নিয়ে অনেকের আগ্রহ থাকে। যেসব কৌতূহল আমাদের জাগাটা স্বাভাবিক সেগুলো হল :
১) কিভাবে ২০ ডিজিট এর একটা কোড নাম্বার আমার মিটারে টাকা রিচার্জ করে? আর মিটারটি কিভাবে বুঝবে যে আমার কোড নাম্বারটি সঠিক হয়েছে?
উত্তর : আসলে এই ডিজিটাল প্রিপেইড মিটার এক ধরনের প্রোগ্রামযোগ্য ডিভাইস। এখানে কোম্পানি থেকেই অনেকগুলো প্রোগ্রাম আপ্লোড করা আছে। মিটার টি সেসব প্রোগ্রাম / নির্দেশনা মত ই কাজ করে। 
তাই এই ডিভাইসটিতে বিভিন্ন টাকার বিভিন্ন রেঞ্জের সাথে ২০ ডিজিটের একেকটি কোড নাম্বার জুড়ে দেয়া থাকে। আপনার লোকাল সার্ভার যখন আপনার প্রিপেইড মিটার নাম্বার সম্পর্কে অবগত হয় তখন সে আপনাকে ঐ মিটার নাম্বার এবং আপনার টাকার পরিমাণ সংশ্লিষ্ট একটি কোড নাম্বার আপনাকে জানাবে। এই encrypted কোড নাম্বারগুলো সার্ভারেই স্টোর থাকে। অতঃপর আপনি যখন এই কোড নাম্বারটি মিটারে ইনপুট দিবেন তখন মিটারে প্রোগ্রাম করে রাখা কোডের সাথে ইনপুট এর কোডটি যখন মিল খাবে তখন আপনার ডিভাইস এ সেই কোড সংশ্লিষ্ট টাকা মজুদ হবে।
২) টাকা থেকে কিভাবে ইউনিট এর হিসেব হবে? 
ধরেন, প্রতি ইউনিটের মূল্য ৫ টাকা। এখন আপনি মিটার এ ৫০০ টাকা রিচার্জ করলেন। তাহলে আপনার ১০০ KWh বা ১০০ ইউনিট এনার্জি বরাদ্দ হবে। এখন এটা কিভাবে হবে? এই ফর্মূলাটাও প্রোগ্রাম এ আপ্লোড করা আছে। যখন টাকার পরিমাণ টা মিটার এ উঠবে কিলোওয়াট এ কনভার্সন টা তখন ই হবে। তার মানে মিটার ১০০ কিলোওয়াট ঘন্টা এনার্জি বিতরণ এর পর আপনার বাসার পাওয়ার ট্রিপ করে দিবে। কিভাবে ট্রিপ করবে সেটা এখন আলোচনা করব।
৩) আর টাকা শেষ হয়ে গেলে বাসার পাওয়ার অটোমেটিক বন্ধ হয়ে যায় কিভাবে?
মিটারে একটা রীলে থাকে। যেখানে আপনার বরাদ্দ ইউনিট শেষ হবার সাথে সাথেই NC contact কে NO contact করে দিবে। ফলে আপনার বাড়ির পাওয়ার অফ হয়ে যাবে।
এখন, এত কাজ যে এই মিটার করতেছে যেন তার মস্তিষ্ক আছে। আসলে ব্যাপারটা পুরাই সেন্সর এর খেলা। এখানে Counter sensor, voltage, current sensors, 4 quadrant processor, analogue to digital converter, power relay বিভিন্ন ধরনের ডিভাইস থাকে। তাই খুব অল্প সময়েই ঘটে থাকে ব্যাপারগুলো।

No comments

Powered by Blogger.