পিএফআই পর্ব -০৭




দরুন আপনার প্রতিষ্ঠানের PFI একটি নির্দিষ্ট মানের KVAR নিয়ে চলছে।


এখন প্রশ্ন হল ???

১। DPDC/PDB বা আপনার chief Engineer বললো বা ছোট ভাই বা আপনার নিজের মনেই কৌতহল জাগলো 1380 kvar এ কত আম্পিয়ার হয় ?

২. 1380 kvar এ কত uF হয়?

৩. star এ সংযোগ করলে কত uF হয় ? বা Delta তেই বা কত? সূএ টাই বা কি ?

এবার মূল আলোচনায় আসাযাক ,,,,,,,,

আমাদের 1380 KVAR ( এটাকে ডেমো হিসেবে ধরে নিলাম)

এখন যদি 1380 kvar আমরা বাংলা হিসাব করি, তাহলে 1380 kvar * 1.39
=1918.2 Ampere হয়।

আমরা ত Engineer তাই Engineering ভাষায় লিখতে হবে।

তাহলে ,,,,, ,,,,,,

Capacitor bank এর সূএ হলো, Ic =P/root three * voltage

যেহেতু আমাদের 1380 kvar

Ic = 1380 * 1000/ 1.73 * 400

=1380000/692

= 1994.2 Ampere (এটা সঠিক)



এখন uF এ আসি,

আমরা 25 kvar কে ধরে নিলাম বুজার সুবিধারথে,,

এখানে বিভিন্ন কম্পানির মান বিভিন্ন হতে পারে।

25 kvar = 3 * 154 uF

( 154 uF capacitorএর গায়ে লিখা আছে)

= 462 uF

যদি 25 kvar এ 462 uF হয়, তাহলে ১ kvar হয় 18.48 uF.(star)

সুতারাং 1380 kvar * 18.48 uF

= 25502.4 uF
(বিভিন্ন সাইজের capasitor এর মান বিভিন্ন হতে পারে)

#এবার Star Delta হিসাবে আসি,,,,,,

Capacitor, VAR/ph

= 1380 * 10^3/3

= 460 * 10^3 VAR (এখানে একটি phase দেখানো হল)

এখন,

We know,
w(omega) =2πf

=2*3.14*50

=314 red/sec

এখন Stae system এ

voltage / phese, Vp =400/root 3

= 230.94 v ( যদিও ২৩০ v থাকেনা)

Again,
VAR/ ph= VpIc= Vp*wCVp=Vp2 wC

সুতারাং
C = VAR/ph÷ Vp2w

= 460*10^3/(230.94)2 *314

=0.02746817848F

=27468.17uF (for star system per phase.)

Now Delta system এ

Vp =VL = 400v

so,

C = VAR/ph ÷Vp2w

=460*10^3 / (400)2 *314

=0.00915605095F

=9156.05 uF (for delta system per phase.)

এখানে আপনাদের মনে প্রশ্ন জাগতে উপরে 1380 KVAR মান 25502.4 uF হলো আর এখন 27468.17uF

এটা রেডিয়ানের সুএের কারনে হয়েছে।

যেমন দরেন 25 kvar এর মান 3*154 হয়েছে, এটা 3*152-55 হতে পারতো তাই না।

আবার দরেন 2.5 kvar,5 kvar, 10kvar, 12.5 kvar, 15 kvar, 25 kvar 50 KVAR মান ও আম্পিয়ার বিভিন্ন হয়ে থাকে।

তাই একটু হিসাব হেরফের হয়ে যায়।

নিয়ম টা শুধু ফলো করবেন।

PFI এর মান একটু এদিক সেদিক হলে তেমন কোন সমস্যা নাই।

যদি কোন ভুল হয়ে থাকে দয়া করে inbox করবেন। আমি correction করে দিবো ইনশাহআল্লাহ



Engr Rafikul Islam
Electrical Engineer
( Utility, operation & Maintenance )
Letter n colour Ltd
Khilgong- Dkaka.

আরোও কিছু post করবো ইনশাআল্লাহ।

No comments

Powered by Blogger.